ফের নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি

সুরমা টাইমস ডেস্ক:: কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে আবারও নৌকাডুবে ৮ রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন। মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আসার পথে সোমবার ভোরে শাহপরীর দ্বীপের ডাঙ্গাপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত ২৫শে আগস্ট থেকে এখন পর্যন্ত ২৬টি নৌকা ও ট্রলারডুবির ঘটনায় অন্তত ২০০ জনের লাশ উদ্ধার করা হলো। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী।

স্থানীয় সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ৬৫ জন রোহিঙ্গাবাহী একটি নৌকা ভোরে সাগরে ডুবে যায়।

টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের সহায়তায় কোস্টগার্ড ও পুলিশ হতাহতদের উদ্ধারে নেমেছে। এখন পর্যন্ত ৮ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া নৌকা থেকে স্থানীয়রা ২১ জনকে জীবিত উদ্ধার করেছেন। এসব রোহিঙ্গারা জানিয়েছেন, তাদের আরও অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছেন। নৌকার আরোহীদের মধ্যে প্রায় অর্ধেকই ছিল শিশু।

উল্লেখ্য, গত ২৫শে আগস্ট রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী ও স্থানীয় উগ্রপন্থী বৌদ্ধরা মুসলিম রোহিঙ্গাদের ওপর দমন অভিযান শুরু করে। এরপর থেকে জাতিসংঘের হিসাবে ৫ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সেনাবাহিনীর এই অভিযানে অন্তত ৫ হাজার রোহিঙ্গা নিহত হয়েছে। জাতিসংঘ একে ‘গণহত্যা’ ও ‘জাতিগত নিধন’ আখ্যায়িত করেছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2glitt6

October 16, 2017 at 10:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top