পচেফস্ট্রুম টেস্টের শেষ দিনে ব্যাটিং বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ৩৩৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শেষ দিনে ৭ উইকেট হাতে নিয়ে ম্যাচ বাঁচানোর লক্ষ্যে ব্যাট করতে নেমে দেড় ঘণ্টায় গুটিয়ে গেছে বাংলাদেশ। ৩৫ রানে শেষ ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে মাত্র ৯০ রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই বাংলাদেশের সর্বনিম্ন রান। ২০০৩ সালে ঢাকায় ১০২ ছিল আগের সর্বনিম্ন। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪৯৬/৩ ডিক্লে. ও দ্বিতীয় ইনিংস: ২৪৭/৬ ডিক্লে. বাংলাদেশ প্রথম ইনিংস: ৩২০ ও দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৪২৪) ৯০ (ইমরুল ৩২, মুশফিক ১৬, মিরাজ ১৫*; মহারাজ ২৫/৪, রাবাদা ৩/৩৩, মরকেল ২/১৯)। মুস্তাফিজের বিদায়ে শেষ মুস্তাফিজুর রহমানকে নিজের ফিরতি ক্যাচ বানিয়ে বাংলাদেশের ইনিংসের ইতি টেনেছেন কেশব মহারাজ। ৪২৪ রান তাড়ায় বাংলাদেশ অলআউট হয়েছে ৯০ রানে। রান আউট শফিউল অযাচিত তিন রান নিতে গিয়ে রান আউট হয়েছেন শফিউল ইসলাম। তার বিদায়ে বাংলাদেশ হারিয়েছে নবম উইকেট। এগিয়ে গেছে হারের দ্বারপ্রান্তে। এবার ফিরলেন তাসকিন বাংলাদেশের ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিলে যোগ দিয়েছেন এবার তাসকিন আহমেদ। কেশব মহারাজের বলে এলবিডব্লিউ হয়েছেন তাসকিন। বাংলাদেশের সংগ্রহ তখন ৮ উইকেটে ৭১। ১২ রানে নেই ৪ উইকেট শেষ দিনে ম্যাচ বাঁচানোর কঠিন পথটা কঠিনতর করে ফেলেছে বাংলাদেশ। মাত্র ১২ রানের মধ্যেই হারিয়েছে ৪ উইকেট! যার সবশেষ শিকার সাব্বির রহমান। স্পিনার মহারাজের বলে এলবিডব্লিউ হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। একটা পর্যায়ে ৩ উইকেটে ৫৫ থেকে দ্রুতই বাংলাদেশের সংগ্রহ তখন ৬ উইকেটে ৬৭! রাবাদার তৃতীয় শিকার লিটন শেষ দিনে নিজের প্রথম চার ওভারের মধ্যে ৩ উইকেট নিয়েছেন রাবাদা। তার তৃতীয় শিকার লিটন দাস হয়েছেন এলবিডব্লিউ (৪)। বাংলাদেশের সংগ্রহ তখন ৬ উইকেটে ৬৭। শুরুতেই জোড়া ধাক্কা শেষ দিনে ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দিনে রাবাদার প্রথম তিন ওভারের মধ্যেই ফিরে গেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। খেলবেন নাকি ছেড়ে দেবেন- এমন দোটানায় পড়ে মাহমুদউল্লাহ বোল্ড হয়েছেন ৯ রান করে। পারলেন না মুশফিক চতুর্থ দিনে মরকেলের বলে বোল্ড হয়েও মুশফিকুর রহিম বেঁচে গিয়েছিলেন নো বলের কল্যাণে। শেষ দিনে ম্যাচ বাঁচাতে তার ওপর ছিল বড় দায়িত্ব। কিন্তু অধিনায়ক ফিরলেন দিনের শুরুতেই। পারলেন না সুযোগ কাজে লাগাতে। দিনের তৃতীয় ওভারে রাবাদার বলে স্লিপে হাশিম আমলাকে ক্যাচ দিয়ে ফিরেছেন মুশফিক। আগের দিনের ১৬ রানেই থেমেছে তার ইনিংস। তখন ৫৫ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে দল। মাহমুদউল্লাহর সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন লিটন দাস। বাংলাদেশের ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ পচেফস্ট্রুম টেস্টের শেষ দিনে বাংলাদেশের সামনে ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৪২৪ রানের লক্ষ্যে বাংলাদেশ চতুর্থ দিন শেষ করেছে ৩ উইকেটে ৪৯ রান নিয়ে। মুশফিকুর রহিম অপরাজিত ১৬ রানে। সোমবার শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের চাই আরো ৩৭৫ রান। আর ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে পুরো দিন। চতুর্থ দিনের শেষ সেশন চলে যায় বৃষ্টির পেটে। ক্ষতি পুষিয়ে নিতে শেষ দিনে চেষ্টা করা হবে ৯৮ ওভার খেলার। তবে বাংলাদেশের জন্য স্বস্তির খবর, চতুর্থ দিন সাইড স্ট্রেইনের চোট নিয়ে মাঠ ছাড়া মরনে মরকেল শেষ দিনে বোলিং করতে পারবেন না। দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারেই তামিম ইকবাল ও মুমিনুল হককে ফিরিয়ে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিলেন প্রোটিয়া পেসার। চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩৯/৩ (মুশফিক ১৬*; ইমরুল ৩২, মরকেল ২/১৯) দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ২৪৭/৬ ডিক্লে. বাংলাদেশ প্রথম ইনিংস: ৩২০ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪৯৬/৩ ডিক্লে.। এআর/১৬:০৫/০২ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fFzj23
October 02, 2017 at 10:06PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন