ব্লুমফন্টেইন, ০৭ অক্টোবর- বিদেশের মাটিতে এমন দৃশ্য আর কতকাল! লিটন দাসের ৭০ রানের ইনিংসটিই বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রান। অন্য সব ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪৭ রান। লজ্জার চূড়ান্ত পরিণতি যেন দৃশ্যমান। স্বাগতিকদের থেকে এখনো ৪২৬ রানে পিছিয়ে টিম বাংলাদেশ। ফলো অন পেরোতে না পাড়ায় আবারো বাংলাদেশকেই ব্যাটিংয়ে নামতে হয়! টার্গেট ৪২৬ রান! বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২য় টেস্ট ম্যাচের ২য় দিনেই ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নিয়েছে টিম সাউথ আফ্রিকা। ফলো অনের লজ্জায় ডুবিয়েছে টিম বাংলাদেশকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আবারো ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানের মাথায় দিন শেষ করে টাইগাররা। এখন দেখায় বিষয় ম্যাচের ৩য় দিয়ে ম্যাচের চূড়ান্ত পরিণতি কি দাঁড়ায়। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে নাকি অসহায় আত্মসমর্পন করবে? সংক্ষিপ্ত স্কোর: দ.আফ্রিকা: ৫৩০/৩ ডি. / বাংলাদেশ: ১৪৭/১০ / ফলো অন ৭/০ ইমরুল ৬* সৌম্য ১* দক্ষিণ আফ্রিকার পাহাড় সমান রান তাড়া করতে নেমে প্রথমেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৪৯ রান তুলতেই বাংলাদেশের টপ অর্ডারের চার ব্যাটসম্যান ফিরেছেন সাজঘরে। এই চার ব্যাটসম্যানের কেউ-ই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। চা বিরতির আগেই চার উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের ১৮তম ওভারে রাবাদার করা তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে ইমরুলের ব্যাট ছুঁয়ে ডি ককের হাতে জমা হয়। সাজঘরে ফেরার আগে ২৬ রান করেন বাঁহাতি এ ওপেনার। দলের টপঅর্ডারদের ব্যর্থতায় লাগাম টেনে ধরতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। উল্টো দ্রুত সাজঘরে ফিরে দলকে আরও বিপদে ফেলে দিলেন মিডলঅর্ডার এ ব্যাটসম্যান। ওয়েইন পার্নেলের শর্ট অফ লেংথ বল মাহমুদউল্লাহর ব্যাটের কানা ছুঁয়ে ডি ককের হাতে ধরা পড়ে। ফলে মাত্র ৬ বল খেলে ৪ রানে আউট মাহমুদউল্লাহ। বৃষ্টির জন্য বিলম্বে শুরু হয়েছিল ব্লুমফন্টেইন টেস্টের দ্বিতীয় দিন। প্রথম দিন বাংলাদেশের বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছিলেন দক্ষিণ আফ্রিকান দুই ওপেনার এইডেন মারক্রাম ও ডিন এলগারের পর হাশিম আমলা ও ফাফ দু প্লেসিসের সেঞ্চুরিতে পাঁচশ রান ছাড়িয়েছে স্বাগতিকরা। তবে ধারণা করা হচ্ছিল, বৃষ্টির পর দ্বিতীয় দিন হয়তো বাংলাদেশের বোলাররা ঘুরে দাঁড়াতে পারবেন।কিসের ঘুরে দাঁড়ানো! উল্টো তাদের বাজে বোলিংকে পুঁজি করে হাশিম আমলা ও ফাফ দু প্লেসিসও তুলে নিয়েছেন ব্যক্তিগত সেঞ্চুরি। এতে প্রথম পাঁচ টপ অর্ডারের ব্যাটসম্যানের মধ্যে চারজনই সেঞ্চুরির দেখা পেলেন। দিনের একমাত্র উইকেট বাংলাদেশ পেয়েছে লাঞ্চের পর প্রথম ওভারেই। দ্বিতীয় সেশনে আধঘণ্টা খেলে ৪ উইকেটে ৫৭৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টেও টসে জিতে ফিল্ডিং বেছে নেয়ার মাশুল দিচ্ছে বাংলাদেশ। ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিনে টাইগার বোলারদের একেবারে হেসে খেলে সামলেছে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ২৪৩ রান তুলেন ডিন এলগার আর এইডেন মার্করাম। এলগারকে ১১৩ রানে আউট করেন শুভাশীষ রায়। এরপর দুর্দান্ত এক ডেলিভারিতে মার্করামকে বোল্ড করেন রুবেল হোসেন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ব্যাটসম্যান আউট হন ১৪৩ রান করে। আর টেম্বা বাভুমাকে ৭ রানে সাজঘরে ফিরিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পান শুভাশীস। বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, শুভাশিস রয়, রুবেল হোসেন, তাইজুল ইসলাম। আর/১০:১৪/০৭ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xq311f
October 08, 2017 at 04:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top