নৌকার ইঞ্জিন চুরি নিয়ে তাহিরপুরে দু-পক্ষের সংর্ঘষ,আহত ৩৫

নিজস্ব প্রতিনিধি:: সিলেটে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের মারালা গ্রামে সস্প্রতি ইঞ্জিন চালিত নৌকার মেশিন চুরি নিয়ে দু-পক্ষের সংর্ঘষে ৩৫জন আহত হয়েছে। গুরুত্বর আহতদের মধ্যে আব্দুল কাদির গ্রপের সাদ্দাম হোসেন (২৫) কে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। একই গ্রুপের অন্যান্য আহতদের মধ্যে রেনু মিয়া (৪০),জিয়াউর রহমান (২৫),আবিদ হাসান (২০) সহ ৭জন কে রাত ৭টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,আজ শনিবার সকালে সম্প্রতি মেশিন চুরি করে কফিল উদ্দিন,আজগর আলী ও হাফিজ উদ্দিনের লোক জন। বিষয় নিয়ে মারালা গ্রামের আব্দুল কাদিরের লোকজন বিচার প্রার্থী হয়ে সমাধানের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের কার্য্যালয়ে বসে। কিন্তু ২ঘন্টা ব্যাপী সমাধানের চেষ্টা করেও কোন সমাধান করতে পারেন নি উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল সহ গন্যমান্য ব্যক্তিগন। এর পর উপজেলা পরিষদ কার্য্যালয় থেকে বের হয়েই বিবাধমান দু-গ্রুপ কথাকাটাকাটির এক প্রর্যায়ে হাতাহাতি শুরু করলে সবাই থামিয়ে দেয়। এর পর পরই দ্বিতীয় দফা আবার মারামারী শুরু করে। পরে উপজেলা চেয়ারম্যান সহ উপস্থিত সবাই মিলে দু-পক্ষকেই ফিরেয়ে দেয়। এরপর সবাই নিজ বাড়ি গিয়ে বিকাল সাড়ে ৪টায় দু-পক্ষ সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন,খোজঁ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2gJMvDi

October 28, 2017 at 09:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top