৮ বছর পর লাহোরে মুখোমুখি শ্রীলঙ্কা-পাকিস্তান

লাহোর, ২৯ অক্টোবরঃ তৃতীয় টি-২০ ম্যাচ খেলতে লাহোর পৌঁছাল শ্রীলঙ্কা। ২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে জঙ্গি হামলা হয়। আটজন সাধারণ মানুষ মারা যাওয়ার পাশাপাশি সাতজন শ্রীলঙ্কান ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ আহত হন ।তারপর থেকেই পাকিস্তানে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট। ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পাকিস্তান প্রশাসনের তরফে।শনিবার রাতে লাহোরে পৌঁছানো মাত্রই শ্রীলঙ্কা দলকে বম্ব প্রুফ বাসে করে একটি পাঁচতারা হোটেলে নিয়ে যাওয়া হয়। বাস ঘিরে ছিল এলিট পুলিশ কম্যান্ডো ও আধাসামরিক ট্রুপার্সরা। যদিও নিরাপত্তার কারণ দেখিয়ে অনেক শ্রীলঙ্কার ক্রিকেটারই পাকিস্তানে আসেনি। আজ সন্ধ্যায় গদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দেশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yTfEa7

October 29, 2017 at 02:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top