মুম্বাই, ২৬ অক্টোবর- সাবেক পর্নোস্টার সানি লিওনের পিছু ছাড়ছে না। সব সময়ই সানি সংবাদের শিরোনামে থাকতে চান। কিন্তু শিরোনামে থাকতে গিয়ে মাঝে মধ্যে বেফাঁস কথাও বলে ফেলেন তিনি। সম্প্রতি জাতীয় সঙ্গীত নিয়েও মন্তব্য করলেন বেবি ডল। তবে এবার কোনও বিশেষ মন্তব্য বা বিজ্ঞাপনের জন্য নয়। এবার সানি গণ্ডগোল পাকিয়েছেন জাতীয় সঙ্গীতে। তিনি নাকি ভুলভাল উচ্চারণ করে ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছেন, গত শুক্রবার রাতে এরকমই অভিযোগ জমা পড়েছে তার নামে দিল্লির নিউ অশোক নগর থানায়। ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি এক নির্দেশে জানিয়েছে, সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজলে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন বাধ্যতামূলক নয়। এই প্রসঙ্গেই আরবাজ বলেন, জাতীয় সঙ্গীত শুনলে আমি স্বেচ্ছায় উঠে দাঁড়াই। মনে মনে আমি এভাবেই তৈরি হয়েছি। ওই কথার রেশ টেনেই সানি লিওন বলেন, আমার মনে হয় দেশপ্রেম এমন এক আবেগ, যা মানুষের ভেতর থেকে আসে। হৃদয় থেকে আসে। আমার মনে হয়, আদালত যাই বলুক না কেন, আমাদের উচিত জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়ানো। ব্রেকিংনিউজ.কম.বিডি এমএ/০৩:২০/২৬অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i5ZY90
October 26, 2017 at 09:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top