বৃষ্টিতে বিপর্যস্ত সিলেটের জনজীবন

নিজস্ব প্রতিবেদক:: পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই সৃস্ট নিম্নচাপের প্রভাবে হঠাৎ করে শুরু হওয়া মাঝারি এবং ভারী বর্ষণে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে এটা চলতে পারে আগামী সোমবার পর্যন্ত। গত মঙ্গলবার থেকে থেমে থেমে ভারি বর্ষণ এবং ঝড় অব্যহত আছে। আর বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভারি বর্ষণ শুরু হয়ে তা সামান্য থেমে থেমে চলে শুক্রবার সারাদিন। আজ শনিবারও অব্যাহত রয়েছে এই বৃষ্টি।

এদিকে সিলেট অবহাওয়া অফিস জানিয়েছে- হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, নিম্নচাপের প্রভাবে সিলেটে আরোও একদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

সিলেটে থেমে থেমে মাঝারি বৃষ্টিপাতে নগর-জনজীবন বিপর্যস্ত হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টিপাতের ফলে ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হচ্ছে। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক কর্মকাণ্ডও।

প্রসঙ্গত গত ২৯শে মার্চ থেকে সাপ্তাহব্যাপী টানা বর্ষণে গোটা সিলেট অঞ্চলে বড়ো ধরণের বিপর্যয় ঘটে। হাওরাঞ্চলে ভেঙে যায় একাধিক ফসলরক্ষা বাঁধ। তলিয়ে যায় হেক্টরের পর হেক্টর ধানসহ কৃষিজমি। আশংকা দেখা দেয় বন্যার। যার রেশ এখনো কাটেনি। হাওরে ডুবে যাওয়া ধান পচে বিষাক্ত গ্যাস তৈরী হওয়ায় সেখানে মারা গেছে ঝাঁকে ঝাঁকে মাছ। আবার সেই মাছ খেয়ে মারা যায় শতশত হাঁস। ফলে হাওরাঞ্চলের মানুষদের সীমাহীন দুভোর্গের মধ্যে পড়তে হয়েছে। তার উপর নতুন করে আবার বৃষ্টিপাত তাদের বেশ চিন্তায় ফেলে দিয়েছে। হাওরের দুর্ভোগের প্রভাব যে এসে নগরেও লাগবে তা একেবারে স্পষ্ট।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zG68o7

October 21, 2017 at 07:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top