মুর্শিদাবাদ, ১৭ অক্টোবরঃ ভিখিরির ঘরে ডাকাতি! হ্যাঁ। ঠিকই দেখলেন। সোমবার রাতে এমনই এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়ে রইল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বিহারিয়া রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা।
ওই গ্রামেরই বাসিন্দা লেকছার বেওয়া। স্বামী মারা যাওয়ার পর দিন চলত কখনো অন্যের জমিতে হাজিরা খেটে তো কখনো লোকের বাড়িতে কাজ করে। আবার কখনও সেটাও না জুটলে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে কোনোরকমে দিন কাটত ওই প্রৌঢ়ার। অসময়ে বৃষ্টি আসায় ঘরের চাল দিয়ে পড়ত জল। সেই চাল সারাইয়ের কাজ করতে স্বামীর রাখা টাকা ব্যাংক থেকে সে তুলে এনেছিলেন সোমবার। শেষ সম্বল টুকু রাখার জায়গার অভাবে আঁচলের খুঁটেই বেঁধে রেখেছিলেন বছর ৬৫-র লেকছার বেওয়া। তবে প্রাণ দিয়ে আগলে রাখার চেষ্টা করলেও শেষরক্ষা হলনা। ওই টাকা লুঠের উদ্দেশ্যে সোমবার গভীর রাতে তার একচালা ঘরে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন প্রৌঢ়া। তারা ছিনিয়ে নেয় তাঁর কানের একজোড়া দুল ও আঁচলের খুঁটে বেঁধে রাখা ১১ হাজার টাকা। চিৎকারে গ্রামবাসীরা হাজির হওয়ার আগেই চম্পট দেয় ডাকাতদল। গুরুতর জখম অবস্থায় লেকছার বেওয়াকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করে স্থানীয়রা। পুলিশে খবর দেওয়া হলে ঘটনার তদন্তে নামে হরিহরপাড়া থানার পুলিশ। তবে দুষ্কৃতীরা এখনও পর্যন্ত অধরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2igBEEW
October 17, 2017 at 06:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন