নিজস্ব প্রতিনিধি:: কোম্পানীগঞ্জে গত বুধবার বিকেলে বউবাজার থেকে বহুল আলোচিত ইয়াবা বড়ি ব্যবসায়ী কাউছার আহমদ ও তার বোন সুলতানাকে ৪৮ টি ইয়াবা বড়িসহ গ্রেফতার করেছে পুলিশ। তারা টুকেরগাঁও গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার সন্তান। স্থানীয়রা জানায়, এলাকায় তাদের জন্য যুবসমাজ মাদকাসক্ত হচ্ছে। তারা এলাকার ইয়াবা সহ সকল ধরনের মাদক ব্যবসায় নিয়ন্ত্রণ করে আসছিলেন।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার এএসআই মুহিবুর রহমান শাকিল জানান, তাদেরকে গ্রেপ্তারের জন্য বেশ কিছুদিন থেকে অভিযান চালানো হচ্ছিল। সর্বশেষ থানার এসআই রফিক ও এএসআই আশরাফের নেতৃত্বে একদল পুলিশ বিকেলে বউবাজার এলাকায় অভিযান চালিয়ে কাউছারকে গ্রেফতার করে।
কোম্পনীগঞ্জ থানার ওসি আলতাফ হোসেন জানান , কাউছার ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদক আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তাদের নামে কয়েকটি মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xalOhD
October 20, 2017 at 08:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.