নিজস্ব প্রতিনিধি:: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অসুস্থার কারণে ছুটি নিয়েছেন, এই ছুটি নিয়ে বিএনপির এত মাথাব্যথা কেন সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বলেছেন, ‘বিএনপি কি কোনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল? যেটা এই ছুটির কারণে নস্যাৎ হয়ে গেছে, যে কারণে বিএনপি আজ দিশেহারা হয়ে গেছে।’
বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘তিনি (প্রধান বিচারপতি) অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ছুটি নিয়েছেন। তিনি যেহেতু একজন মানুষ সে হিসেবে অসুস্থ হতেই পারেন। কিন্তু বিএনপি তাঁর ছুটি নিয়ে গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’
খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া চিকিৎসার কথা বলে লন্ডনে গিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন খুব দ্রুত দেশে ফিরে আসবেন। কিন্তু তিন মাসের উপরে হয়ে গেলেও তিনি এখনো ফিরেননি। সেখানে তিনি পুত্র তারেক রহমানকে নিয়ে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তবে এই ষড়যন্ত্র দেশবাসী প্রতিহত করবে।’
হানিফ বলেন, ‘খালেদা জিয়া লন্ডনে বসে বিভিন্ন এজেন্সির সাথে গোপন বৈঠকের পাশাপাশি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথেও একাধিক বৈঠক করেছেন। তাদের ওইসব বৈঠকের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিতও হয়েছে। তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। এতে তারা দিশেহারা হয়ে আবোল-তাবুল বকছে।’
জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুর রহমান। উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, অ্যাডভোকেট কেয়া চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, আব্দুল কাদির চৌধুরী, নিলাদ্রী শেখর টিটু, হুমায়ুন কবির রেজা, ইয়াহিয়া চৌধুরী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, মুদ্দত আলী, ডা. ইশতিয়াক রাজ চৌধুরীসহ জেলা ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগসহ সঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2g5FNam
October 12, 2017 at 08:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন