ঢাকা, ১২ অক্টোবর- গত শুক্রবার ১২২টি সিনেমা হলে ছবিটি মুক্তি পায় এবং সপ্তাহজুড়েই ছিল সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়। দর্শক চাহিদার কারণে আগামীকাল শুক্রবার ১৩ অক্টোবর আরো ১৫টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন ছবির পরিবেশক অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি। প্রথম ছবি দিয়েই বাজিমাত করেছেন পরিচালক দীপঙ্কর দীপন। জাহিদ হাসান এনটিভি অনলাইনকে বলেন, আমরা সারা দেশের সিনেমা হল থেকেই সাড়া পাচ্ছি। সবাই অনেক প্রশংসা করছে। সাধারণ তো এক শুক্রবার ছবি মুক্তি পাওয়ার পর পরের শুক্রবারে সিনেমা হলের সংখ্যা কমে যায়। কিন্তু এই ছবির ক্ষেত্রে তার উল্টো। কারণ আগামীকাল থেকে আরো ১৫টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে। আর পুরাতন হলের মধ্যে পরিবেশ ভালো নয় এমন ৫টি সিনেমা হল থেকে আমরা ছবিটি নামিয়ে দিচ্ছি। আগামীকাল দেশের ১৩২টি সিনেমা হলে ছবিটি চলবে। ছবিটির সফলতার কারণ চিহ্নিত করে অভি বলেন, আসলে এই ছবিতে যেমন সুন্দর একটি গল্প আছে, সাথে মেকিং। পরিচালক মন দিয়ে কাজটি করেছেন। আসলে এত অ্যারেঞ্জমেন্ট এর আগে দর্শক কম ছবিতেই দেখেছে। কালার, শব্দ সব কিছুতেই দর্শক পূর্ণতা পাচ্ছে। সাথে আছে শুভ ও মাহি। তাদের জুটি জনপ্রিয়তা পেয়েছে। সব মিলিয়ে ভালো ছবি- তাই দর্শক দেখছেন ছবিটি। সিনেমা হলের পরিবেশ ভালো হলে, ছবিটি আরো ভালো চলত জানিয়ে অভি বলেন, আসলে আমাদের সিনেমা হলের পরিবেশ খুব ভালো নয়, যে কারণে সব শ্রেণির দর্শক ইচ্ছে থাকলেও হলে আসতে চায় না। আমার মনে হয় পরিবেশ ভালো হলে আরো ভালো ব্যবসা করত ছবিটি। যেমন সিনেপ্লেক্সগুলো এরই মধ্যে ভালো ব্যবসা করছে, স্টার সিনেপ্লেক্স এরই মধ্যে আরো একটি হল বাড়িয়েছে। ছোট পর্দার নির্মাতা দীপঙ্কর দীপনের ঢাকা অ্যাটাকই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবির চিত্রনাট্য লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এই ছবি নির্মাণ করছে থ্রি হুইলারস লিমিটেড। ছবিটি প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া। তথ্যসূত্র: এনটিভি এআর/১৮:০২/১২ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xzMX22
October 13, 2017 at 12:02AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন