নগরী থেকে পুলিশ সদস্যের উপর হামলাকারী ছাত্রলীগ ক্যাডার সুমন গ্রেফতার

সুরমা টাইমস ডেস্ক:: সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন (৩০)-কে গ্রেপ্তার করেছে সিলেট কোতোয়ালী থানা পুলিশ। সুমনকে গ্রেপ্তারের বিষয় নিয়ে সোমবার বিকেল ৪টার কোতোয়ালী থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়।

গত ১৫ই আগস্ট নগরীর রিকাবীবাজারে একটি রেস্টুরেন্টে পুলিশ সদস্য শফি আহমদের উপর হামলার করে সিলেট মহানগর ছাত্রলীগের দফতর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমনসহ ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা কয়েকজন । পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামীদের চিহ্নিত করা হয়। এঘটনায় একটি পুলিশ এসল্ট মামলা হয়। মামলা নং-২০। এরপর থেকে সুমন পলাতক থাকে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর লামাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিলেট কোতোয়ালী থানার এসি কাউছার দস্তগীর ও সিলেট কোতোয়ালী থানার অফিসার-ইনর্চাজ গৌছুল হোসেনের নেতৃত্বে পুলিশে একটি দল। তানভীর কবির চৌধুরী সুমন(৩০) ভাতালিয়ার ১৩৭ নম্বর বাসার মিজবাহুল কবির চৌধুরীর ছেলে।

এদিকে সুমনকে পুলিশ এসল্ট মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালী থানার সহকারি কমিশনার (এসি) কাউছার দস্তগীর ।

প্রসঙ্গত, গত ১৫ই আগস্ট নগরীর রিকাবীবাজারস্থ একটি রেস্টুরেন্টে এসএমপির পুলিশের সদস্য শফি আহমেদের উপর হামলা চালায় সুমনসহ ছাত্রলীগের একদল কর্মী। এ ঘটনায় মামলা হলে সুমন দীর্ঘদিন ধরে পলাতক ছিল।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ieOXSQ

October 30, 2017 at 07:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top