চিনে ৮০০ বছরের পুরনো শহর উদ্ধার

বেজিং, ১৫ অক্টোবরঃ চিনে উদ্ধার হল ৮০০ বছরের পুরনো শহরের প্রাচীর ও গেট। চিনের চংকিং শহরে এটির ধ্বংসাবশেষ আবিষ্কার করলেন প্রত্নতত্ত্ববিদরা। কালচারাল হেরিটেজ রিসার্চ ইনস্টিটিউট এবং কালচারাল রেলিক ম্যানেজমেন্ট-এর বিজ্ঞানীরা গত ফেব্রুয়ারি থেকে ফেংজি কাউন্টির বাইদি শহরে খননকাজ চালাচ্ছেন।

সূত্রের খবর, ফেব্রুয়ারিতেই প্রথম ওই প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদরা। এর ছ’মাসের মধ্যে একে একে শহরের ২০টি অংশের প্রাচীর, গেট, অস্ত্রাগার এবং কয়েকটি সুরক্ষা মিনারেরও খোঁজ পাওয়া যায়।

প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, এই বাইদি শহরই এক সময় সেনাদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল। উদ্ধার হওয়া প্রাচীর ও গেটগুলো দক্ষিণ সং রাজত্বকাল (১১২৭-১২৭৯) থেকে কিং রাজত্বকালের (১৬৪৪-১৯১২) প্রথম দিকের মধ্যবর্তী সময়ের।

৩০০-র বেশি জিনিস উদ্ধার হয়েছে এই প্রত্নস্থল থেকে। তার মধ্যে রয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র, কাচ ও পাথরের জিনিসপত্র। বাইদি শহরের বাইরেও যে সব জায়গাগুলো আবিষ্কার হয়েছে তা দেখে প্রত্নতত্ত্ববিদরা জানান, একটা পূর্ণ মাত্রার সুরক্ষা ব্যবস্থা ছিল এই শহরে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2kRwpfJ

October 15, 2017 at 07:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top