থানা হাজতে আসামী মৃতুর পর নাচোল থানায় নতুন ওসি হিসাবে চৌধুরী জোবায়ের আহম্মেদ যোগদান করেছে। বুধবার দুপুরে ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ নাচোল থানার ওসি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় তদন্ত ওসি হিসাবে কর্মরত ছিলেন।
ওসি হিসেবে দায়িত্ব গ্রহণকালে নাচোলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা সৌজন্য সাক্ষাত করেন। এসময় তারা নাচোল থানাকে একটি মাদকমুক্ত থানা হিসবে গড়ে তুলতে পুলিশের যথাযথ ভুমিকা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, নাচোল উপজেলার জননী কিনিকে ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় স্কুল ছাত্রী নিহতের ঘটনায় মামলায় গ্রেফতার ভুয়া চিকিৎসক মাহফুজুর রহমানের ‘রহস্য জনক’ মৃত্যু হয় গত ২৫ জুলাই নাচোল থানার হাজতখানার বাতরুমে। এ ঘটানায় নাচোল থানার তৎকালিন ওসি আনোয়ার হোসেনসহ ৬ পুলিশ সদস্যর বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই শাহীনুর রহমান। সে সময় থেকে নাে চাল থানার ওসি পদটি ফাকা ছিল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১০-১৭
ওসি হিসেবে দায়িত্ব গ্রহণকালে নাচোলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা সৌজন্য সাক্ষাত করেন। এসময় তারা নাচোল থানাকে একটি মাদকমুক্ত থানা হিসবে গড়ে তুলতে পুলিশের যথাযথ ভুমিকা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, নাচোল উপজেলার জননী কিনিকে ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় স্কুল ছাত্রী নিহতের ঘটনায় মামলায় গ্রেফতার ভুয়া চিকিৎসক মাহফুজুর রহমানের ‘রহস্য জনক’ মৃত্যু হয় গত ২৫ জুলাই নাচোল থানার হাজতখানার বাতরুমে। এ ঘটানায় নাচোল থানার তৎকালিন ওসি আনোয়ার হোসেনসহ ৬ পুলিশ সদস্যর বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই শাহীনুর রহমান। সে সময় থেকে নাে চাল থানার ওসি পদটি ফাকা ছিল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১০-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2yfweQu
October 11, 2017 at 09:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন