ব্লুমফন্টেইন, ০৬ অক্টোবর- বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলেখেলা খেলেছে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। প্রথম ব্রেক থ্রু আসতে সময় লাগল ৫৩.৪ ওভার! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের হয়ে প্রথম আঘাত হানেন পেসার শুভাশিস রায়। সেঞ্চুরিয়ান ডিন এলগারকে (১১৩) মুস্তাফিজুর রহমানের তালুবন্দী করে সেই ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন আহমেদের স্থলাভিষিক্ত শুভাশিস রায়। এরপর বাভুমাকে ৭ রানে প্রোটিয়াদের শিবিরে দ্বিতীয় আঘাত হানেন শুভাশিস। অপর সেঞ্চুরিয়ান এডেন মাকরামকে ১৪৩ রানে সরাসরি বোল্ড করে দেন আরেক পেসার রুবেল হোসেন। এতে কিছুটা স্বস্তি ফিরে টাইগার শিবিরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪১৮ রান। এর আগে ওয়ানডে স্টাইলে ব্যাট করে জোড়া শতক তুলে নেন ডেন এলগার ও এডেন মাকরাম। ১১৬ বলে ক্যারিয়ারের দশম শতক তুলে নিয়েছেন এলগার। ১৭টি বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস। অন্যদিকে ১৪২ বলে ১৬ বাউন্ডারিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক তুলে নিয়েছেন এডেন মাকরাম। ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে টসে জিতে আবারও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আর/১০:১৪/০৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yuSUgP
October 07, 2017 at 04:15AM
06 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top