ইউটিউব দেখে রপ্ত বিমান চালানোর পদ্ধতি

 

মারাকাস, ১৪ অক্টোবরঃ বিরলতমদের মধ্যে অন্যতম! ইউটিউব দেখে ৬ বছরের ছেলে রপ্ত করে ফেলেছে বিমান চালানোর পদ্ধতি। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি একেবারেই সত্যি। ইউটিউবএ বসে ঘণ্টার পর ঘণ্টা বিমানের টেকঅফ থেকে ল্যান্ডিং- সব ধরনের ভিডিও দেখা শুরু করে সে। সেখান থেকেই শিখে ফেলা বিমান চালনার আদব কায়দা। কিন্তু এমন করে কি বিমান চালানো শেখা যায়?

ইতিহাদ এয়ারওয়েজের উড়ানে বাবা-মায়ের সঙ্গে মারাকাস থেকে আবুধাবি আসছিল আমের। মাঝ আকাশে পাইলটের সঙ্গে দেখা করতে চায় সে। বিমানের ক্যাপ্টেন এসে দেখা করেন আমেরর সঙ্গে। তারপর এতটা অবাক জীবনে আর কখনও হয়তো হননি তিনি।

বিমানের টেকঅফ থেকে ল্যান্ডিং প্রতিটি ধাপই গড়গড় করে বলে যাচ্ছে ওইটুকু ছেলে! এবং প্রতিটি ধাপই নির্ভুল! এমনকী, আকাশে ইমারজেন্সি পরিস্থিতিতে বিমানকে কী ভাবে চালনা করতে হয়, কী কী পদক্ষেপ নিতে হয়, সে সবও আমেরের ঠোঁটস্থ।

হতবাক ক্যাপ্টেন আমেরের পরিবারের অনুমতি নিয়ে মোবাইলে আমেরের সেই বর্ণনার ছবি তুলতে শুরু করেন। সেই ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করার পরে তা নিয়ে শুরু হয় হইচই। মাত্র ৬ বছরের ছেলে কী করে এতটুকু বয়সে বিমান চালানোর মতো এত জটিল প্রযুক্তি রপ্ত করে ফেলল, তা নিয়ে হতবাক বিশ্ব।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gDJMf5

October 14, 2017 at 01:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top