কুয়ালালামপুর, ০৩ অক্টোবর- সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে নয় বাংলাদেশিকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। গত বৃহস্পতিবার ওই নৌকাটি ভুলক্রমে মেলাকা দ্বীপের তেরেনদাক সেনাক্যাম্পে ভীড় করলে এ ঘটনা ঘটে। মঙ্গলবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এ তথ্য জানিয়েছে। রাজ্য পুলিশ প্রধান দাতুক আব্দুল জলিল হাসান জানান, আটককৃতদের বয়স ২০ থেকে ৪২ বছরের মধ্যে। তাদেরকে একটি সেনা টহল দল খুঁজে পায় এবং আটক করে। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সাংবাদিকদের তিনি বলেছেন, তেরেনদাক ক্যাম্পের উপকূলে অবৈধভাবে নয় অভিবাসন প্রত্যাশী প্রবেশ করে এবং তাদেরকে ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে কর্তব্যরত এক কর্মকর্তা তাদেরকে দেখতে পায়। তিনি জানান, সন্দেহভাজনদের অবৈধ মানবপাচার ও অভিবাসী পাচারবিরোধী আইনের ২৬-এ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এআর/২১:৩৫/০৩ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xW1ljv
October 04, 2017 at 05:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন