নিজস্ব প্রতিবেদক ● বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কুমিল্লা নগরীতে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ-মিছিলে পুলিশের সাথে সংঘর্ষে যুবদল ও ছাত্রদেলের তিন নেতাকর্মী গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৪ জন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে নগরীর পূবালী চত্ত্বরে কুমিল্লা জেলা ও মহানগর যুবদল-ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল চলাকালে ভিক্টোরিয়া কলেজের সামনে পুলিশের সাথে সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে রয়েছেন কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারি আবু। গুলিবিদ্ধ তিনজনের পরিচয় পাওয়া যায়নি। আহতরা স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও যুবদল নেতাকর্মীদের সূত্রে জানা যায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে পূবালী চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ মিছিলে গুলি ছুড়ে। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, কান্দিরপাড়ে সাধারণ মানুষ কেনাকাটা, চলাফেরায় ব্যস্ত। এ সময় তারা মিছিল বের করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। আমরা নিষেধ করায় তারা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। কেউ আহত হওয়ার খবর পাইনি।
The post কান্দিরপাড়ে ছাত্রদলের সাথে পুলিশের সংঘর্ষ; গুলি (ভিডিও) appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.
from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2y2aTXh
October 24, 2017 at 03:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন