কিম্বার্লি, ১৫ অক্টোবর- প্রথম ওয়ানডে শুরু হওয়ার আগেই বড় এক ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। অনুশীলনের এক পর্যায়ে পা মচকে যাওয়ায় ছিটকে গেছেন বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র মুস্তাফিজুর রহমান। কিম্বার্লিতে রোববার ফাফ দু প্লেসির দলের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন ডায়মন্ড ওভালে ওয়ার্মআপ করার সময় ঠিকই ছিলেন মুস্তাফিজ। অনুশীলনের এক পর্যায়ে পা মচকে যায় তার। প্রথম ওয়ানডেতে তরুণ বাঁহাতি পেসারের না খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন ম্যানেজার মিনহাজুল আবেদীন। চোট কাটিয়ে তামিম ইকবালের ফেরার খুশি মিলিয়ে গিছে এই খবরে। ঊরুর পেশির চোট কাটিয়ে এদিন রানিং টেস্ট দেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সেখানে কোনো সমস্যা হয়নি তার। মুস্তাফিজ ছিটকে যাওয়ায় একাদশে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে দেখা যেতে পারে রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে। চতুর্থ পেসার হিসেবে থাকতে পারেন সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। সূত্রঃ বিডিনিউজ২৪.কম আর/০৭:১৪/১৫ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gb3wpO
October 15, 2017 at 02:07PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন