পার্ল, ১৭ অক্টোবর- এমনিতেই চ্যালেঞ্জিং দক্ষিণ আফ্রিকা সফর। তার উপর বাংলাদেশ বড় তারকাদের একসঙ্গে দলে পাচ্ছে না। টাইগার বোলিং আক্রমণের সেরা অস্ত্র মোস্তাফিজুর রহমান ছিটকে পড়েছেন, সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি তামিম ইকবালও। তবে মোস্তাফিজের আর এই সিরিজে খেলার সম্ভাবনা না থাকলেও তামিম খেলতে পারেন পার্লে দ্বিতীয় ওয়ানডেতেই। দক্ষিণ আফ্রিকা সফরের শুরু থেকেই চোট ঘিরে রেখেছে তামিমকে। তবে দেশসেরা এই ওপেনারের চোটটা নাকি এখন খুব গুরুতর অবস্থা নয়। প্রথম ওয়ানডেতে তিনি খেলতে চেয়েছিলেন। কিন্তু বাড়তি সতর্কতার কারণে বাঁহাতি এই ওপেনারকে নিয়ে ঝুঁকি নিতে চান নি বাংলাদেশ দলের শ্রীলংকান ফিজিও থিলান চন্দ্রমোহন। এর মধ্যে আবার আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছে। কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ঝামেলাতেই নাকি সিরিজের প্রথম ওয়ানডেটি খেলেননি তামিম। এমন অভিযোগকে অবশ্য ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন তিনি। টাইগার ওপেনার এ সম্পর্কে বলেন, ও রকম কিছু হলে তো আমি পরের ম্যাচেও খেলতাম না। এগুলো কিছুই না। আমি খেলতেই চেয়েছিলাম। কিন্তু ফিজিও বলল, এই ম্যাচ খেলাটা আমার জন্য ঝুঁকিপূর্ণ হবে। গুঞ্জন আছে, কোচের সঙ্গে রাগ করে নেট থেকে ফিরে এসে নাকি ব্যাট ছুঁড়ে মেরেছিলেন তামিম। ব্যাট ছুঁড়ে মারার ব্যাপারটি স্বীকার করলেও ঝামেলার গুঞ্জনটিকে অসত্য বলছেন এই ওপেনার, নেটে শেষ বলটা আমি ভালোভাবে খেলতে পারিনি। সে জন্য নেট থেকে এসে নিজের ওপর রাগ করেই ওটা করেছি। ওই সময় তামিমকে নেটে বল করছিলেন মাশরাফি বিন মর্তুজা। টাইগার দলের ওয়ানডে অধিনায়কও বললেন, অপ্রীতিকর কোনো কিছু তার চোখে পড়েনি, কোচের সঙ্গে তামিমের সমস্যা হয়েছে, ও রকম কিছু তো দেখলাম না। ওই সময় তো আমিও নেটে বল করছিলাম। এমনিতেই দলের সময়টা ভালো যাচ্ছে না। এমন সময়ে এই ধরণের অন্তঃর্কলহের খবর তো অস্বস্তিকরই। টাইগার দলের ভক্ত সমর্থকরা নিশ্চয়ই আশা করবেন, গুঞ্জন নয়, তামিম-মাশরাফির কথাগুলোই সত্যি হোক! সূত্রঃ জাগোনিউজ২৪.কম আর/০৭:১৪/১৭ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xLiQj7
October 18, 2017 at 12:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top