সামনের মাস থেকেই কমতে পারে রেস্তোরাঁর জিএসটি

নয়াদিল্লি, ৩০ অক্টোবরঃ ছোট ব্যবসায়ী এবং রেস্তোরাঁয় জিএসটি কমানোর প্রস্তাব দিল ৫ রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত জিএসটি প্যানেল। বৈঠক শেষে প্যানেলের আহ্বায়ক হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, নতুন সুপারিশগুলি হল ছোট ব্যবসায়ী, কারখানামালিক এবং রেস্তোরাঁর নতুন করের হার হবে ১ শতাংশ। এসি, নন এসি রেস্তোরাঁয় খাবার খরচ গড় ১২ শতাংশ কমানো, রেস্তোরাঁয় ১৮ শতাংশ কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে দু ধাপে রেস্তোরাঁর জিএসটি নির্ধারিত করা আছে। একটি ধাপে বলা হয়েছে, নন এসি রেস্তোরাঁর ক্ষেত্রে ১২ শতাংশ হারে জিএসটি দিতে হবে। এছাড়া, এসি রেস্তোরাঁর ক্ষেত্রে দিতে হবে ১৮ শতাংশ জিএসটি।

এই প্রস্তাব পাস হলে নভেম্বরের ৯-১০ তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত জিএসটি কাউন্সিলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংশোধিত হার চালু হলে লাভবান হবেন ছোট ব্যবসায়ী এবং ছোট রেস্তোরাঁর মালিকরা। সুবিধা হবে মধ্যবিত্তেরও।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hnNnhZ

October 30, 2017 at 02:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top