ব্লুমফন্টেইন, ২৭ অক্টোবর- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২০ রানে হেরেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ব্লমফন্টেইনের মাঙ্গুয়াং ওভালে স্বাগতিকদের দেয়া ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর পার করতে গিয়ে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে সফরকারীরা। তবে হারের ম্যাচেও বল হাতে নতুন এক রেকর্ড গড়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ব্লুমফন্টেইনে কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই স্পিনার দিয়ে বোলিং শুরু করে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারটি সাকিব আল হাসান এবং দ্বিতীয় ওভারটি করেন মেহেদী হাসান মিরাজ। তাতেই এই দুজন নাম লেখান ইতিহাসে। গত ১১১ বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে আন্তর্জাতিক ম্যাচে দুই স্পিনারে বোলিং শুরুর প্রথম ঘটনা এটি। ১৯০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামলে লেগ স্পিনার রেজি শোয়ার্জ ও অপ স্পিনার অব্রে ফকনার বোলিং শুরু করেন। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ওই টেস্ট ম্যাচে শেষ পর্যন্ত ১ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছিল দক্ষিণ আফ্রিকা। সূত্র:ব্রেকিংনিউজ.কম.বিডি এমএ/০৫:৩০/২৭ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yQoXoK
October 27, 2017 at 11:29PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন