ঢাকা, ১৭ অক্টোবর- প্রথমবারের মতো ট্রিলজি নির্মাণ করতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমা বিষয়ক নামি পত্রিকা ভ্যারাটিতে এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে সম্প্রতি। আইডেন্টিটি শিরোনামের ত্রয়ী সিনেমার প্রথমটির নাম স্যাটারডে আফটারনুন, বাংলায় শনিবার বিকেল। দ্বিতীয়টি হবে নো ম্যানস ল্যান্ডসিনেমাটি ইতোমধ্যে ইন্ডিয়ান ফিল্ম বাজার ও এশিয়া প্যাসিফিক স্ক্রিন একাডেমি-মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের ফান্ড জিতেছে। মিয়ানমারে জাতিগত বৈষম্যের শিকার রোহিঙ্গা জাতিগোষ্ঠী নিয়ে নির্মিত হবে তৃতীয় সিনেমাটি। ট্রিলজি নিয়ে ফারুকী বলেন, পরিচয় এটি মনে হয় এ মুহূর্তে সবচেয়ে বড় ধাঁধা যা আপনার জন্য সৌভাগ্য অথবা ভয়ংকর কিছু নিয়ে আসতে পারে। আপনি কী করছেন বা করেছিলেন তার উপর এটা নির্ভর করে না। নতুন বিশ্ব ব্যবস্থা দেখছে আপনি কে, আপনার ধর্ম কী, আপনার গায়ের রঙ কেমন। তিনি আরো বলেন, ডিজিটাল যুগে একে মধ্যযুগীয় বলে মনে হয়। কিন্তু আমাদের মানবীয় গুণাবলী প্রযুক্তিগত উন্নতির ঠিক বিপরীতে যাচ্ছে। ফারুকী জানান, শনিবার বিকেল বাংলা-ইংরেজি ভাষায় নির্মিত হবে। শুটিং শুরু হবে ডিসেম্বরে। তিনি বলছিলেন, এমন একটি থ্রিলার যেখানে কিছুসংখ্যক মানুষের জীবন নিয়তির দুর্বিপাকে পড়ে একদিন এক জায়গায় এসে মিলে যায়। শনিবার বিকেল-এর প্রধান চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা ও অস্কারে মনোনীত ও অ্যাপসা বিজয়ী সিনেমা ওমার-এর ইয়াদ হুরানি। এ ফিলিস্তিনি অভিনেতা বলেন, আমি ছবিটির চিত্রনাট্য পড়েছি, ভালো লেগেছে। আমি খুবই খুশি যে আকর্ষণীয় প্রজেক্টটির সাথে যুক্ত হতে যাচ্ছি। খুব ভারসাম্যের সাথে এর চিত্রনাট্যে বিশ্বরাজনীতিকে কাঁটাছেঁড়া করা হয়েছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ, ভারতের গ্রিনটাচ এন্টারটেইনমেন্টের শ্যাম সুন্দর দে। সহ-প্রযোজক হিসেবে আছেন জার্মান প্রযোজক আনা কাচকো। এ প্রযোজকের হারমনি লিসন ও দ্য ব্ল্যাক হ্যান ছবি দুটি আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জিতেছিল। শনিবার বিকেল-এর বাজেট ধরা হয়েছে পাঁচ লাখ ডলার। যা টাকার অংকে চার কোটির উপরে। ছবিটির সিনেমাটোগ্রাফার হিসেবে আছেন বার্লিনে সিলভার বিয়ার জেতা আজিজ জাম্বাকিয়েভ। এদিকে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ডুব মুক্তি পাচ্ছে ২৭ অক্টোবর। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান, তিশা, পার্নো মিত্র। তথ্যসূত্র: পরিবর্তন এআর/১৭:২৫/১৭ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yscoQd
October 17, 2017 at 11:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top