সুরমা টাইমস ডেস্কঃবিভিন্ন সূত্রের মাধ্যমে খোজ নিয়ে জানাযায়,নগরীর চাঁদনী ঘাট এলাকায় মাছ বাজারের ভিতরে শিলং তীর খেলার আসর বসে,এখানকার গডফাদারের নাম আলামিন (৩২) ও তার সহযোগী হেলাল, হেলাল নগরীর কদমতলী এলাকায় বসবাস করে। কয়েকদিন আগে আলামিন ২৯ দিনের সাজা কেটে জেল থেকে ছাড়া পেয়ে আসে। আসার পর সে থেমে থাকেনি,আবারো শুরু হয় তার এই অবৈধ জুয়ার ব্যবসা।ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে প্রচলিত ‘তীর খেলা’য় টালমাটাল সিলেট। সপ্তাহের ছয় দিনই বসছে এ জুয়ার আসর। সীমান্ত এলাকা ছাড়াও দেশীয় এজেন্টরা খেলাটি সিলেট শহর ও শহরতলীতে দোকানঘর কিংবা বাসা ভাড়া নিয়ে চালিয়ে যাচ্ছেন। অনেকেই আবার ভাসমান অবস্থায়ও চালাচ্ছেন তীর খেলা। রিকশা, পাথর, বালু, যানবাহনের চালক-শ্রমিক এমনকি প্রশাসনের কিছু কর্মকর্তা-কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষক, ব্যাংক কর্মকর্তাসহ বেকার যুবকেরা তীর খেলায় অংশ নিচ্ছেন। তীর খেলার নামে জুয়ায় অংশ নিয়ে সর্বস্ব হারাচ্ছেন খেটে খাওয়া মানুষ। মাঝে মধ্যে অভিযান চালালেও হোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।
শিলং তীর জুয়া খেলাটি সুরমা টাইমস নিউজ এর মাধ্যমে দীর্ঘদিন থেকে প্রতিবেদন তৈরি করে ও বিভিন্ন জনের নাম উল্লেখ্য করে সংবাদমাধ্যমে তা প্রকাশিত হয়।এছাড়াও বিভিন্ন অনলাইন নিউজেও এই খেলার বিরুদ্ধে লেখালেখি হলেও এর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাধারণ জনগণ ধারণা করছেন প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার কারণে এ অভিযানের ব্যহত হচ্ছে।প্রশাসনের নিরব ভূমিকাই প্রমান করছে কিছু অসাধু কর্মকর্তা প্রশ্রয়ে এই খেলাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
তাই এর বিরুদ্ধে প্রশাসনেরই কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2x6Pc7O
October 01, 2017 at 01:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন