মূল লড়াইয়ের আগে খেলা প্রস্তুতি ম্যাচেই মাংসপেশিতে টান খেয়ে মাঠ ছেড়েছিলেন ওপেনার তামিম ইকবাল। স্ক্যান রিপোর্টে জানা গিয়েছিল, তামিমের বাম পায়ের পেশিতে গ্রেড ওয়ান টিয়ার ধরা পড়েছে। কিছুটা সুস্থ হয়ে খেলেছিলেন প্রথম টেস্ট। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় পড়ে গিয়ে আবারও সেই একই জায়গায় ব্যাথা পান দেশসেরা এই ওপেনার। প্রথম টেস্ট শেষে পচেফস্ট্রুমে স্থানীয় ডাক্তারের শরণাপন্ন হন তামিম। ডাক্তার জানিয়েছেন, এ রকম চোটের ক্ষেত্রে বিশ্রাম নিতে হবে চার সপ্তাহ। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্ট তো বটেই ওয়ানডে সিরিজও খেলতে পারবেন না বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটেই সর্বোচ্চ এই রান সংগ্রাহক। যদিও আশার আলো রয়েছে খানিকটা। বাংলাদেশ দলের ফিজিওর কাছ থেকে তামিমের চোটের অবস্থা জেনে নিয়ে টিম ম্যানেজম্যান্ট মনে করেছে আগামী ১০-১২ দিন বিশ্রাম নিলে হয়তো ওয়ানডে সিরিজে খেলতে পারবেন বাঁ-হাতি এই ওপেনার। সেক্ষেত্রে ওয়ানডে সিরিজ খেললেও দ্বিতীয় টেস্টে মাঠে নামা হচ্ছে না তামিমের। প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় হারের পর ব্লুমফন্টেইনে আগামী ছয় অক্টোবর শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এআর/১৫:৫৫/০৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yI58yu
October 04, 2017 at 09:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top