শিলিগুড়ি, ২২ অক্টোবরঃ নদীর মধ্যে ঘাট করতে না দিলে ছটপুজো হবে না। এভাবেই ছটপুজো বয়কটের হুমকি দিল শিলিগুড়ির পুজোর উদ্যোক্তারা। রবিবার নদীতে পুজো করতে দেওয়ার দাবিতে কিছুক্ষণের জন্য মহানন্দা সেতুর সামনে রাস্তা অবরোধও করে তারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। তার আগে, শিলিগুড়ি থানার আইসি দেবাশিস বসু মহানন্দার ছট ঘাটের পরিদর্শনে এলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে ছটপুজোর আয়োজকরা। বাসুদেব প্রসাদ, লক্ষ্মী পাসওয়ান প্রমুখ উদ্যোক্তারা জানান, লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে পুজো করেন প্রায় দুহাজার পরিবার। নদীতে ঘাট করতে না দিলে এত মানুষ কোথায় পুজো করবেন। প্রসঙ্গত, দূষণের জেরে মহানন্দায় ছটপুজো করার ওপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল গ্রিন ট্রাইবুন্যাল। পরে এই বছরের জন্য পুজোর অনুমতি দিলেও বিভিন্ন বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছে ট্রাইবুন্যাল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2z02aJY
October 22, 2017 at 01:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন