সুনামগঞ্জে নিখোঁজের দুইদিন পর ঘরের চালের উপর থেকে শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:: নিখোঁজ হওয়ার দুইদিন পর সুনামগঞ্জে এক স্কুলছাত্রের লাশ তার বাড়ির টিনের চালে পাওয়া গেছে। নিহত জাকুয়ান আহমদ (১০) ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে হরিনাপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

সুনামগঞ্জ সদর থানার এসআই মোশারফ হোসেন জানান, হরিনাপাটি গ্রাম থেকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

জাকুয়ানের চাচা আলতাফ হোসেন জানান, গত বুধবার বিকালে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয় জাকুয়ান। তারপর থেকে সে নিখোঁজ ছিল। থানায় জিডিও করা হয়েছিল। গতকাল শুক্রবার রাতে দুর্গন্ধ ছড়ালে খোঁজাখুঁজি করে বাড়ির একটি ঘরের টিনের চালে তাকে মৃত পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এসআই মোশারফ বলেন, কিভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে আলামত পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yYYxTC

October 28, 2017 at 09:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top