গাজিয়াবাদ, ৮ অক্টোবরঃ দেশের নিরাপত্তার দায়িত্বে ২৪ ঘন্টা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সজাগ থাকে ভারতীয় সেনাবহিনী। স্থলসেনা যেমন সীমান্ত রক্ষা ও সন্ত্রাসবাদ থেকে আমাদের রক্ষা করে। জলসেনা তেমনি জল সীমান্ত রক্ষা করে। বায়ু সেনাও দেশের প্রতিরক্ষায় আন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ ৮ অক্টোবর, ভারতীয় বায়ুসেনার ৮৫ তম প্রতিষ্ঠা দিবস। এর জন্য প্রতি বছরের মতো এবছরও গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে অনুষ্ঠান শুরু হয়।
এই অনুষ্ঠানে যুদ্ধবিমানগুলিও এয়ারশো-তে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে শুভেচ্ছা জানান সকলকে। টুইটারে মোদি লিখেছেন,‘বায়ুসেনা দিবসে প্রত্যেক বায়ুসেনা কর্মী এবং তাদের পরিবারকে শুভেচ্ছা। বায়ুসেনার জন্যই আকাশপথে আজ আমরা সুরক্ষিত।’ প্রতিবছরই ৮ অক্টোবর এই হিন্ডন এয়ারবেসে বায়ুসেনা দিবস উদযাপন করা হয়ে থাকে। গত শুক্রবার এর জন্য অনুশীলনও হয়। গতবছর শচীন তেন্ডুলকার বায়ুসেনার প্যারেড দেখার জন্য উপস্থিত ছিলেন।
গত ৮৫ বছর ধরে আমাদের দেশের আকাশসীমা রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে বায়ুসেনা। ১৯৩২ সালের ৮ অক্টোবর গঠিত হয় ভারতীয় বায়ুসেনা, তাকে আমরা সকলে শ্রদ্ধা জানাই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xqR2pa
October 08, 2017 at 12:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন