আইএস-এ নিয়োগকারী সন্ত্রাসবাদী গ্রেফতার

নয়াদিল্লি, ২০ অক্টোবরঃ ফিলিপিন্সে গ্রেফতার হল আইএস সদস্য আইশা হামিদন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারত সহ বিভিন্ন দেশ থেকে আইএস-এর জন্য সদস্য সংগ্রহের কাজ করত সে। দীর্ঘদিন ধরেই ভারতীয় গোয়েন্দারা আইশাকে খুঁজছিলেন। এবার তদন্তের স্বার্থে তাকে ভারতে নিয়ে আসার চেষ্টা শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

তদন্তকারীরা জানিয়েছেন, ভারত ছাড়া আরও ১২টি দেশের ‘ওয়ান্টেড’র তালিকায় ছিল আইশার নাম। ফিলিপিন্সের জঙ্গি নেতা মহম্মদ জাফর মাকিদকে বিয়ে করেছিল আইশা। জাফরের মৃত্যুর পর থেকে সক্রিয়ভাবে আইএস-এর সদস্য পদ নেয় সে।

সম্প্রতি ধৃত দুই ভারতীয় আইএস কর্মী ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ম্যানেজার মহম্মদ সিরাজউদ্দিন এবং তামিলনাড়ুর কম্পিউটার ইঞ্জিনিয়র মহম্মদ নাসির গ্রেফতারির পর জানিয়েছিল আইশার প্রভাবেই তারা আইএস-এ যোগ দেয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gsgmAa

October 21, 2017 at 03:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top