বিদেশ যাওয়ার জন্য রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির চিঠি

সুরমা টাইমস ডেস্ক:: বিদেশ যেতে রাষ্ট্রপতিকে অবহিত করে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।

গত মঙ্গলবার ( ১০ই অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে এ চিঠি আইন মন্ত্রণালয়ের সচিবের দফতরে আসে। চিঠিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি শারীরিকভাবে অসুস্থ, তার বিশ্রাম প্রয়োজন।

আইন মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে প্রধান বিচারপতি কখন বিদেশ যাচ্ছেন, -এটি এখনও নিশ্চিত নয়। তবে যাওয়ার প্রক্রিয়া চলছে।

আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার জন্য রাষ্ট্রপতিকে অবহিত করে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।

এর পরবর্তী কার্যক্রম চলছে। এটি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, চিঠি আসার বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনও তার কাছে আসেনি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ydOt76

October 11, 2017 at 09:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top