ছন্দে বার্সা, ইউরোপিয়ান কাপে মেসির ১০০

বার্সেলোনা, ১৯ অক্টোবরঃ বুধবার গভীর রাতে চ্যাম্পিয়ন্স লীগে বার্সেলোনার প্রতিপক্ষ ছিল অলিম্পিয়াকস। ৩-১ গোলের ব্যবধানে অলিম্পিয়াকসকে হারিয়ে দিল মেসি-সুয়ারেজরা। অলিম্পিয়াকস খেলার শুরু থেকেই বার্সার সামনে দাঁড়াতে পারেনি। প্রথম থেকেই বার্সার প্রান্তিক আক্রমণ সামলাতে বেগ পেতে হয় প্রতিপক্ষকে। ফল স্বরুপ প্রথম ২০ মিনিটের মাথায় নিকোলাউয়ের(১৮) পা থেকে আত্মঘাতী গোল খায় অলিম্পিয়াকস। ম্যাচের ৪২ মিনিটের মাথায় পিকে হাত দিয়ে বল গোলে ঢোকানোয় তাঁকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে মেসির(৬১) করা গোলে ২ গোলের লীড নেয় বার্সা। এই গোলের পরেই মেসির কেরিয়ারে আরেকটি পলক যুক্ত হল। সমস্ত ইউরোপিয়ান প্রতিযোগীতা মিলিয়ে ১০০তম গোল করলেন তিনি। কিছুক্ষণ পরই মেসির বাড়ানো বল থেকে গোল করে লুকাস ডিগনে(৬৪)। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহুর্তে অলিম্পিয়াকসের একটি গোল শোধ করে নিকোলাউ(৮৯)। ৩ ম্যাচে ৩টি জয় পেয়ে গ্রুপ-‘ডি’ এর শীর্ষস্থানেই রইল তারা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ilubVf

October 19, 2017 at 02:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top