লজেন্সে অসুস্থ স্কুল পড়ুয়া

মুম্বই, ৪ অক্টোবরঃ এবার স্কুলের ভেতরে ঢুকে পড়ল মাদক যুক্ত লজেন্স। স্ট্রবেরি কুইক নামে এই লজেন্সটি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে মুম্বই ও বেঙ্গালুরুর বেশ কিছু স্কুল পড়ুয়া। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, এই লজেন্সের মধ্যে মেশানো রয়েছে ওফিএম নামক ড্রাগ। যার ফলে এই লজেন্স খাওয়ার পরে শিশুরা সারাদিন ঝিমিয়ে থাকছে। আশঙ্কা করা হচ্ছে পশ্চিমবঙ্গেও এই মাদক যুক্ত লজেন্স ছড়িয়ে পড়তে পারে।

সাধারণত স্ট্রবেরি ফ্লেভারেই তৈরি হয় এই লজেন্স। স্ট্রবেরি ছাড়াও কোলা, চকলেট ইত্যাদি ফ্লেভারেও ছড়িয়ে পড়েছে সেটি। তবে কারা এই লজেন্স বাজারে ছড়িয়ে দিচ্ছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xgY6zD

October 04, 2017 at 07:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top