ওয়াশিংটন, ১৪ অক্টোবরঃ একদিকে বদনাম, আর অন্যদিকে সুনাম। শুক্রবার হোয়াইট হাউসের মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে এমনটাই প্রকাশ পেয়েছে। সেদিন নাকি পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।
জানা গিয়েছে, হাক্কানি নেটওয়ার্কের জঙ্গিগোষ্ঠীর কাছে পাঁচ বছর ধরে আটক ছিল এক মার্কিন-কানাডিয়ান পরিবার। কয়েকদিন আগে তালিবানের সহযোগী ওই জঙ্গিগোষ্ঠীর কবল থেকে ওই পরিবারকে উদ্ধার করেছে পাকিস্তান। এর জন্যই পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, ‘আমি খোলাখুলিভাবেই বলছি পাকিস্তান আমাদের দেশের কাছে থেকে অনেক বছর ধরে প্রচুর সুযোগ নিয়েছে। কিন্তু এখন আমরা পাকিস্তানের সঙ্গে প্রকৃত সম্পর্ক গড়ে তোলার কাজ শুরু করেছি। অন্যান্যদের মতোই তাদের আবার দেশ হিসেবে আমাদের শ্রদ্ধা করতে হবে। তারা আমেরিকাকে আবার শ্রদ্ধার চোখে দেখতে শুরু করেছে।’ পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে ‘ইতিবাচক মুহুর্ত’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে মদত দেওয়ার জন্য পাকিস্তানকে বেশ কয়েকবার তোপ দেগেছেন ট্রাম্প।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xF0RuG
October 14, 2017 at 02:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন