ইতিহাস রচনা করলেন পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ। রেকর্ড গড়লেন টি-২০ ফরমেটে। হলেন পাকিস্তানের হ্যাটট্রিক করা প্রথম বোলার। শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-২০তে এই রেকর্ড গড়েন ফাহিম। তার কীর্তির দিন ২ উইকেটে জয় পায় পাকিস্তান। ফলে তিন ম্যাচের সিরিজ জয় করে পাকিস্তান। এখন ওয়ানডে সিরিজের মতো টি-২০তেও শ্রীলঙ্কাকে হোয়াইওয়াশের পালা। শুক্রবার আবুধাবিতে ১৯তম ওভারে শুরু হয় ফাহিমের তাণ্ডব। ওভারের চতুর্থ বলে তার প্রথম শিকার হন উদানা। মাত্র ৬ রানে হাসান আলির তালুবন্দি হন তিনি। পরের বলে আবারো আঘাত হানেন তিনি। ফেরার সানাকাকে। মাত্র ১ রানে এলবিডব্লিউ হন তিনি। সেই কীর্তি গড়ার মুহূর্তটি আসে ওভারের শেষ বলে। ক্রিজে আসা উদায়াত বাবর আজমের হাতেবন্দি হন কোনো রান না করেই। ফাহিমের এই দুর্ধর্ষ বোলিংই জয়ের ভিত গড়ে পাকিস্তানের। ৩ ওভার বল করে এই পেসার দিয়েছেন মাত্র ১৬ রান। ১৫ বছরে পাকিস্তানের কোনো বোলার এই কীর্তি গড়লেন। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে আরো কয়েকবার এই সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি কোনো পাকিস্তানী বোলার। পর পর দুটি উইকেট পেলেও তৃতীয় উইকেটটি আর ধরা দেয়নি ঝুলিতে। টি-২০ ফরমেটে হ্যাটট্রিকের তালিকায় ফাহিম ছাড়াও আছেন আরো পাঁচজন। এর মধ্যে দুজন শ্রীলঙ্কার, দুজন নিউজিল্যান্ডের। হ্যাটট্রিকের পর ফাহিমকে আনন্দে জড়িয়ে ধরেন অধিনায়ক সরফরাজ আহমেদ টি-২০তে হ্যাটট্রিকের সেই তালিকা : বোলার-----------------দেশ------- প্রতিপক্ষ-----------সাল ফাহিম আশরাফ-------পাকিস্তান------শ্রীলঙ্কা-----------২০১৭ লাসিথ মালিঙ্গা---------শ্রীলঙ্কা-------বাংলাদেশ---------২০১৭ থিসারা পেরারা---------শ্রীলঙ্কা-------ভারত--------------২০১৬ টিম সাউদি----------নিউজিল্যান্ড----পাকিস্তান-----------২০১০ জ্যাকব ওরাম-------নিউজিল্যান্ড-----শ্রীলঙ্কা-------------২০০৯ ব্রেট লি-------------অস্ট্রেলিয়া------বাংলাদেশ----------২০০৭ শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিলো পাকিস্তান অপ্রতিরোধ্য পাকিস্তানের সামনে আবার গুঁড়িয়ে গেল শ্রীলঙ্কা। একদিনের আন্তর্জাতিক সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবার টি২০ ক্রিকেটেও একই অবস্থায় পড়তে যাচ্ছে শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় টি২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে পরাজিত করেছে পাকিস্তান। এর ফলে তিন ম্যাচ সিরিজে পাকিস্তান ২-০-এ এগিয়ে গেল। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান করেছিল ৮ উইকেটে ১২৫ রান। সরফরাজ ২৮, শেহজাদ ২৭ রান করেছিলেন। থিসারা ২৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন। জবাবে শ্রীলঙ্কা ৯ উইকেটে করে ১২৪ রান। গুনাথিলকা ৫১, সামারাবিক্রমা ৩২ রান করেন। ফাহিম আশরাফ নেন ৩ উইকেট। টি২০ ক্রিকেটে ফাহিম আশরাফ প্রথম পাকিস্তানি হিসেবে হ্যাটট্রিক করেন। তার এই তাণ্ডবে শ্রীলঙ্কা মাত্র ১৪ রানে তাদের ৮ উইকেটের পতন প্রত্যক্ষ করে। এটাই জয়-পরাজয় নির্ধারণ করে দেয়। নিশ্চিত জয় হাতছাড়া হয়ে যায় শ্রীলঙ্কার। ১ উইকেটে ১০৬ রান থেকে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১২০ রান। এটা ছিল পুরোদস্তুর টি-২০ ম্যাচ। এই ঘরানার ক্রিকেটে যত উত্তেজনা থাকার কথা, সবই ছিল এতে। তথ্যসূত্র: নয়া দিগন্ত আরএস/১০:৩০/২৮ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gRGcRU
October 28, 2017 at 10:02PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন