কলকাতা, ৩০ অক্টোবরঃ বর্ষা ঋতু অনক আগেও বিদায় নিলেও নিম্নচাপ কিছুতেই পিছু ছাড়ছে না বাংলার। আবার এক নিম্নচাপ অক্ষরেখা হাজির হয়েছে বাংলার উপরে। রবিবার দুই বঙ্গেই ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের এক অধিকর্তা জানান, আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী তিন দিন বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।
আবহাওয়া দফতরের খবর, নিম্নচাপরেখাটি অবস্থান বায়ুমণ্ডলের নিচু স্তর দিয়ে। সাগর থেকে জলীয়বাষ্প যুক্ত হাওয়া টেনে আনছে সে। সেই জলীয় বাষ্পই ঘনীভূত হয়ে মেঘ তৈরি করছে।
পরিবেশবিদদের অনেকে বলছেন, বিশ্ব উষ্ণায়ন আর জলবায়ু বদলের জন্য বেশ কয়েক বছর ধরেই হেমন্তকাল উধাও। নভেম্বরের ঠান্ডা-গরমের ধাক্কা সইতে সইতে ডিসেম্বরেও শীত পড়ে না। শীত কালেও মেলে না হাড়কাঁপানো ঠান্ডা। আবহবিদেরা জানাচ্ছেন, উত্তরের বাতাস এখনও ঢুকছে না। বরং বারবার নিম্নচাপ আর নিম্নচাপ-অক্ষরেখার জন্যই সাগরের জলীয়বাষ্প যুক্ত হাওয়া ঢুকে পড়ছে। তার জেরেই এই পরিস্থিতি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gVrbyG
October 30, 2017 at 05:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন