রিয়াদ, ১০ অক্টোবর- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বাংলাদেশি। নিহত আবু বক্কার সিদ্দিক (২৩) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বিএসডাঙ্গি গ্রামের সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে। স্থানীয় সময় রোববার দুপুর ২টার দিকে একটি প্রাইভেট কারে দাম্মাম থেকে খাবজি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ওই বাংলাদেশি নিহত হন বলে জানান নিহতের সহকর্মী লিবিন থমাস। এ দুর্ঘটনায় আহত হন একই উপজেলার বালিয়াডাঙ্গি গ্রামের মৃত মোমিন খানের ছেলে মো.মোশারফ হোসেন খান (৩৮)। দাম্মাম থেকে আবু বক্কারের সহকর্মী লিবিন থমাস জানায়, স্থানীয় সময় রোববার দুপুর ২টার দিকে আবু বক্কার ও মোশারফ হোসেন দাম্মাম শহর থেকে একটি প্রাইভেট কারে করে খাবজি শহরে যাচ্ছিলেন। ওই শহরের কাছাকাছি পৌঁছালে তাদের বহনকারী প্রাইভেট কারটিকে পেছনের আরেকটি গাড়িকে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বালুতে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ প্রাইভেট কারের ভেতর থেকে আবু বক্কারের মরদেহ উদ্ধার করে। আহত মোশারফ হোসেন খাবজি শহরের একটি হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন। আবু বক্কার আট মাস আগে সৌদি আরবে আসেন। তার বাবা আবুল কালাম দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী। সূত্রঃ বিডিনিউজ২৪.কম আর/১৭:১৪/১০ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yVmw2T
October 10, 2017 at 11:44PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন