সিডনি, ০১ অক্টোবর- অস্ট্রেলিয়ার সিডনিসহ বিভিন্ন শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের আয়োজন অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজা। স্থানীয় সময় শনিবার কনকর্ড ও স্ট্রাথফিল্ড গার্লস হাইস্কুলে প্রথম দুর্গাপূজা শুরু হয় ওয়েস্ট বেঙ্গল এসোসিয়েশন ও আশীষ ভট্টাচার্য পরিবারের আয়োজনে। এছাড়া সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে পাঁচ দিনব্যাপী পূজার আয়োজন শেষ হয় রোববার রাতে। কার্লিংফোর্ডের ক্যাম্বারল্যান্ড হাইস্কুলে পূজা শেষ হয় শনিবার। শনিবার ও রোববার দুর্গাপূজা পালিত হয়েছে সিডনির কোগারাতে জেমস কুক বয়েজ টেকনোলজি হাইস্কুলে, সিডনির গ্র্যানভিল স্টেশনের কাছে গ্র্যানভিল টাউন হলে, সিডনির নর্থমিডে ক্যাম্পবেল স্ট্রিটে ও নর্থমিড হাইস্কুল ক্যাম্পাসে। এছাড়াও স্থানীয় সময় আগামী ৭ অক্টোবর সিডনির ওয়েন্টওর্থভিলের রেডগাম সেন্টারে সিডনির সবচেয়ে পুরনো পূজা ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার-এর উদ্যোগে পালিত হবে সিডনির সবচেয়ে বড় দুর্গোৎসব। পেনরিথে থর্নটন কমিউনিটি সেন্টারেও একই দিনে পূজা আয়োজন করা হয়েছে। আর/১৭:১৪/০১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2x76cL2
October 02, 2017 at 12:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top