বিশ্বনাথ সদর ইউনিয়ন কমপ্লেক্স জন্য ভূমি রেজিষ্টারী করে দিবেন প্রবাসী সুনু মিয়া

03-1মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা, শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক, বিশ্বনাথ সদর ইউনিয়নের সুড়িরখাল গ্রামের মৃত: মফিজ আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী হাজী মো. সুনু মিয়া বিশ্বনাথ সদর ইউনিয়ন কমপ্লেক্স এর জন্য ভূমি দান করবেন। বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সংলগ্ন স্থানে জনগণের কল্যাণে তিনি ওই ভূমি দান করবেন বলে জানান।
২৩ অক্টোবর সোমবার ভূমি দান সংক্রান্ত একটি আবেদন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার বরাবরে একটি আবেদন প্রেরণ করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক। আবেদনে প্রকাশ : হাজী মো. সুনু মিয়া আহমদাবাদ মৌজার সাবেক খতিয়ান নং ৯৫৩ জেল এল নং ৮২ এর দাগ নং ১৯৮০, ২০০৩, ২০১৫, ২০৮৬, ২০৮৭ এর মাধ্যমে ৬নং বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স এর জন্য প্রয়োজনীয় জমি প্রদান করবেন বলে মতামত প্রদান করেছেন।
এ ব্যাপারে হাজী মো. সুনু মিয়া বলেন, জনগণের কল্যাণে নি:স্বার্থে ইউনিয়ন অফিসের জন্য ভূমি দান করতে চাই। তিনি শ্রীগই জমি রেজিষ্টারী করে দিবেন বলে এ প্রতিবেদককে জানান।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক বলেন, ইউনিয়ন কমপ্লেক্স এর জন্য ভূমি দান করবেন সুনু মিয়া। এ বিষয়ে লিখিতভাবে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছেন।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার বলেন, জেলা প্রসাশকের সাথে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2zBUk5w

October 25, 2017 at 12:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top