হাজার হাজার মহান চরিত্র থাকতে পারে সিনেমার ইতিহাসে যাদের লোকে পছন্দ করেছেন। কিন্তু একটি মাত্র চরিত্রই সবেচেয়ে বেশি জনপ্রিয় হওয়াটাই স্বাভাবিক। তাই না? সম্প্রতি টোটাল ফিল্ম ম্যাগজিন এর এক জরিপে দেখা গেছে, হ্যারিসন ফোর্ড এর ইন্ডিয়ানা জোনস-কেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিনেমা চরিত্র হিসেবে বাছাই করেছেন সিনেমাপ্রেমিরা। চারটি সিনেমায় চরিত্রটির রুপদানকারী অভিনেতার বয়স এখন ৭৫। যিনি পঞ্চম আরেকটি সিনেমায় একই চরিত্রে অভিনয় করবেন বলে খবর রটেছে। ২০২০ সালের মধ্যে স্টিভেন স্পিলবার্গের পরিচালনায় সিনেমাটি নির্মিত হবে। হ্যারিসন ফোর্ডের আরেকটি সিনেমা চরিত্র ওই জরিপের ফলাফলে তৃতীয় স্থান দখল করে নিয়েছে। ডিসি কমিকসের ব্যাটম্যান আছে তালিকার দ্বিতীয় স্থানে। এই চরিত্রটিতে অভিনয় করেছেন ৬ জন ভিন্ন ভিন্ন অভিনেতা। এই তালিকার প্রথম নারী চরিত্রটি হলো সিগোর্নি ওয়েভার এর এলিয়েন ছবির এলেন রিপলি চরিত্রটি। এই চরিত্রটি আছে তালিকার ৪র্থ স্থানে। আর পঞ্চম স্থানে আছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্স এর জেমস বন্ড। শীর্ষ দশে থাকা বাকি চরিত্রগুলো হলো, ৬. রবার্ট ডি নিরোর ট্যাক্সি ড্রাইভার সিনেমার অ্যান্টি-হিরো ট্রাভিস বিকলে, ৭. স্যার এন্থনি হপকিনস এর ক্যানিব্যাল কিলার হানিবল লেকটার, যাকে প্রথম দেখা গিয়েছিল সাইলেন্স অফ দ্য ল্যাম্বস সিনেমায়, ৮. স্যার আয়ান ম্যাককেলান এর লর্ড অফ দ্য রিংস এর যাদুকর গ্যানডাফ, ৯. ব্যাটম্যানের বিপরীত চরিত্র দ্য জোকার, এবং ক্যারি ফিশার এর প্রিন্সেস লিয়া। স্পাইডার ম্যান আছে তালিকার ১৮ নাম্বারে, হ্যারি পটার ১৯ আর আয়রন ম্যান আছে ২১ নাম্বারে। সূত্র: হিন্দুস্তান টাইমস আর/১০:১৪/২২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zswqtj
October 23, 2017 at 04:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top