টরন্টো, ০৪ অক্টোবর- টরন্টো দুর্গাবাড়ীতে বিপুল উৎসাহ উদ্দীপনায় শারদীয় দুর্গোৎসব ২০১৭ উদযাপিত হয়ছে। গত ২৬ শে সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু বাঙালির মহোৎসব আরম্ভ হয়। বর্ণাঢ্য আয়োজন,ধর্মীয় ভাবগাম্ভীর্যে, ভক্তির প্রাচুর্যে বাঙালি হিন্দু তিথি মোতাবেক, শাস্ত্রমতে সাধ্যমত এই উৎসব উদ্যাপন করে। সপ্তমী ও অষ্টমীতে সকালে পুস্পাঞ্জলি ও সন্ধ্যায় আয়োজন করা হয় স্থানীয় ও ভারতীয় শিল্পীদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। নবমীতে শারদ সংকলন দৃষ্টির মোড়ক উম্মোচন করা হয়। ৩০ শে অক্টোবর বিজয় দশমীর মাধ্যমে এই উৎসবের সম্পন্ন হয়। দশমীতে সিদুঁর খেলায় শুভেচ্ছা ও প্রীতির এক পরিবেশ সৃষ্টি হয়। যেখানে আমরা বুঝতে পারি ধর্ম-বর্ণ-গোত্র-নির্বিশেষে সকল মানুষ এক ইশ্বরের সৃষ্টি- এক জগজ্জননীরই সন্তান। আমরা প্রত্যেকেই আপন। আর তাই শারদীয়া দুর্গাপূজা বাঙালি সমাজকে অতিক্রম করে সমগ্র পৃথিবীর মানুষের মধ্যে একাত্মতা অনুভবের এক মহোৎসব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে দুর্গাপুজো সামাজিক মিলনের একটি উদার ক্ষেত্রস্থল হিসেবেই পরিগণিত হয়েছে। এখানে মলিনতা নেই, হীনতা নেই , নেই কোন ছোট বড়র হিসেব কিংবা অভিজাত্যের বড়াই । সবাই সব ভুলে মিলবে , মেলাবে, যাবে না ফিরে । এখানে সবার আমন্ত্রণ। বিশিষ্ট সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা ও উপস্থিত হন দুর্গাবাড়ীতে। ৪ অক্টোবর লক্ষীপূজা ও ১৮ অক্টোবর শ্যামাপূজায় সকলকে আমন্ত্রন জানানো হয়। আর/০৭:১৪/০৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xWKDk2
October 04, 2017 at 02:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top