১৩ বছর বয়সেই ৩ বার বিশ্বসেরা কুমিল্লার হাফেজ মামুন

নিজস্ব প্রতিবেদক ● সৌদি আরব জয় করে বিশ্বসেরা হলেন বাংলাদেশের কৃতী সন্তান হাফেজ আবদুল্লাহ আল মামুন। ৩৯তম ‘বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়’ ৩০ পারা গ্রুপে ৮০ দেশের প্রতিযোগীদের মধ্যে সেরা হয়েছেন। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে বুধবার চূড়ান্ত প্রতিযোগিতা হয়। মাত্র ১৩ বছর বয়সে এ নিয়ে তৃতীয়বার বিশ্বসেরা হলেন হাফেজ আবদুল্লাহ আল মামুন।

পবিত্র মক্কার মসজিদুল হারামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মক্কার গভর্নর আবদুল্লাহ বিন বন্দর বিন আবদুল আজিজ, সৌদি আরবের ধর্মমন্ত্রী শেখ সালেহ বিন আবদুল আজিজ মোহাম্মদ আল শেখ, মক্কার ইমাম শেখ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আল সুদেইসসহ আরো অনেকে।

গত ৩ অক্টোবর আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে ওস্তাদ হাফেজ কারি নাজমুল হাসানের সঙ্গে সৌদি আরব আসেন আবদুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন একই মাদ্রাসার ১৫ পারা গ্রুপের আরেক প্রতিযোগী হাফেজ নাঈমুল হক সাদী। তিনি প্রতিযোগিতায় পঞ্চম স্থান অর্জন করেছেন।

এর আগে এ বছরের এপ্রিলে মিসরের রাজধানী কায়রোয় ৫৫ দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি।

এছাড়া ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন আবদুল্লাহ আল মামুন।

হাফেজ আবদুল্লাহ আল মামুন রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের আবুল বাশারের ছেলে।

The post ১৩ বছর বয়সেই ৩ বার বিশ্বসেরা কুমিল্লার হাফেজ মামুন appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2z30paH

October 12, 2017 at 10:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top