১ লাখ আম খেতে চান পরিকল্পনামন্ত্রী!

কুমিল্লার বার্তা ডেস্ক ● সুস্থতা ধরে রাখতে বেশি বেশি ফল খাওয়ার আহবান জানিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, তরুণ বয়সে আমি এক বসাতে ১০০ ল্যাঙড়া আম খেয়েছি। আস্ত একটা কাঁঠাল আমি একাই খেতে পারতাম। আমার একটা টার্গেট হলো মরার আগে ১ লাখ আম খাওয়া। হিসাব করে দেখেছি, এখন পর্যন্ত ৬৫ হাজার আম খেয়েছি।

অনুষ্ঠানে অংশ নেয়া প্রবীণদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, আমার বয়স কত বলে আপনারা অনুমান করেন? জবাবে অনেকে বলেন, ৪৫ থেকে ৫০ বছর এর মধ্যে হতে পারেন। এরপর মন্ত্রী বলেন, গত জুলাইয়ে আল্লাহর রহমতে আমি ৭০ পার করলাম। আমার বাবা ১০৫ বছর বেচে ছিলেন। আমার মা এখনো আছেন। তিনিও প্রায় শতবর্ষী। ফল খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না। আমি ফল খাই, কায়িক পরিশ্রমও করি। ছোটবেলা থেকে নিয়মিত খেলাধুলা করতাম। আইসিসির প্রেসিডেন্টও ছিলাম। আপনারা প্রচুর ফল খাবেন এবং বিভিন্ন কাজে নিজেকে সক্রিয় রাখবেন।

বৃহস্পতিবার শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে ‘প্রবীণকল্যাণ বিষয়ক গবেষণা ফলাফল বিস্তরণ এবং নীতি সংস্কার জাতীয় কর্মশালা-২০১৭’ অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান করেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, বয়স হলে পিতা-মাতা একাকিত্ব বোধ করেন। সব সময় ভয়ভীতির মধ্যে থাকেন। তারা একা থাকলে ভয় পান। তাই তাদের বৃদ্ধাশ্রমে নয় নিজের কাছে রাখুন।

আমার মায়ের বয়স শত বছর হয়েছে, আমিও মাকে নিজের কাছে রাখি। তাই পিতা-মাতাকে সব সময় কাছে রাখার আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পিতা-মাতার প্রতি সম্মান রেখে মন্ত্রী আরো বলেন, পিতা-মাতা বয়স্ক হলেও সম্পদ। আমাদের চলার পথের অনুপ্রেরণা। পিতা-মাতাকে সব সময় ভালোবাসতে হবে, সামাজিক বন্ধনে আবদ্ধ করতে হবে। সামাজিক অবক্ষয় যেন না হয়।

চিকিৎসার আধুনিকায়নে বার্ধক্যের সংখ্যা বাড়ছে। সারা বিশ্বেই এ হার বাড়ছে। আমাদের দেশে ৭ শতাংশ মানুষের বয়স ৬০ বছরের উপরে। জাপানে ১৫ শতাংশ মানুষ বৃদ্ধ। বয়স্ক মানুষের সুফল পেতে হবে, তাদের অর্জিত জ্ঞান-গবেষণা আমাদের কাজে লাগাতে হবে। আমরা কেউই পৃথিবী ছেড়ে যেতে চাই না। আমিও শত বছরের অধিক সময় বাঁচতে চাই। আপনারা প্রতিদিন বেশি বেশি ফল খাবেন, সব সময় পানি খাবেন, এতে জীবনের আয়ু বাড়বে- গড় আয়ু বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী এসব কথা বলেন।

দেশের উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের দেশে দরিদ্রতার হার কমছে সব সময়। দারিদ্র্য সব দেশেই থাকে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় গরিবের সংখ্যা বাংলাদেশের থেকে বেশি। ১১৭ বছর আগে পুরো আমেরিকায় মাত্র ৮ হাজার যানবাহন ছিল। সেই তুলনায় বাংলাদেশও সঠিক পথে আছে, সঠিকভাবে এগিয়ে যাচ্ছে সব খাতে।

পরিকল্পনা বিভাগের সচিব জিয়াউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, জিইডি সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) বেগম জুয়েনা আজিজ, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব বেগম ফৌজিয়া জাফরীন, রয়েল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. পি সি সরকার প্রমুখ।

The post ১ লাখ আম খেতে চান পরিকল্পনামন্ত্রী! appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2xRXvJP

October 19, 2017 at 05:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top