যুবভারতী ক্রীড়াঙ্গনে শেষ আটে মুখোমুখি ব্রাজিল এবং জার্মানি

কলকাতা, ২২ অক্টোবরঃ আজ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই ফুটবল দৈত্য ব্রাজিল এবং জার্মানি। এই খেলা দেখার জন্য কলকাতার ফুটবলপ্রিয় দর্শকদের মধ্যে হাহাকার পড়ে গিয়েছে।

২০১৫ যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে ব্রাজিল। ১৯৯১ সালের পর জার্মানি ফের কোয়ার্টার ফাইনালে উঠল। গোটা প্রতিযোগীতায় এখনও পর্যন্ত ব্রাজিল গোল খেয়েছে মাত্র একটি। তাদের ডিফেন্স কতটা শক্তিশালী তা এতেই স্পষ্ট। তেমনই ধার আক্রমণে।

অন্যদিকে কলম্বিয়াকে চার গোলে হারিয়ে যুবভারতীতে নামছে জার্মানি। চারটি ম্যাচে তিনটিতে জয় পেয়েছে তারা। গোটা প্রতিযাগীতায় মোট ৯টি গোল করেছেন জার্মান ফুটবলাররা। গোল হজম করেছে ৬টি।

ধারেভাড়ে জার্মানির চেয়ে কয়েক যোজন এগিয়ে ব্রাজিল। রেকর্ডের দিক থেকেও সাম্বার দেশের ধারেকাছে নেই জার্মানি। কিন্তু ৯০ মিনিটের ম্যাচে আগে থেকে কিছু অনুমান করা অসম্ভব। জমজমাট একটা ম্যাচের অপেক্ষায় প্রহর গুনছে যুবভারতী ক্রীড়াঙ্গন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yGXwha

October 22, 2017 at 04:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top