সৌরভ মাহমুদ হারুন ● কুমিল্লা বুড়িচংয়ের অভিজাত হোটেল মিয়ামী রেষ্টুরেন্টকে বিভিন্ন অভিযোগে আর্থিক জরিমানা করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম জাকিয়া আফরিন। জানা যায়, মঙ্গলবার বিকেলে কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়ায় অবস্থিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের অভিজাত হাইওয়ে হোটেল মিয়ামীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কিচেনের নোংরা পরিবেশ, ফ্রিজে রক্ষিত বাসী খাবার পরিবেশন এবং অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী রাখার অপরাধে নগদ ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করে।
এছাড়া উপজেলার নিমসার বাজারের একটি মিষ্টি দোকান ও দুটো ফলের দোকানসহ ময়নামতি বাজারের হোটেল রাজধানীকে বিভিন্ন অংকের জরিমানা সহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া আফরিন জানান “ভোক্তা অধিকার ও আইনের আওতায় এধরনের অভিযান নিয়মিত পরিচালিনা হবে ” এসময় দেবপুর ফাঁড়ী পুলিশের এস আই শাহাদাৎ সহ অন্যান্য পুলিশ সদস্য এবং সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
The post মিয়ামীতে অভিযান; ২০ হাজার টাকা জরিমানা appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.
from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2zw1mth
October 17, 2017 at 07:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.