অনেকেই মেসির সঙ্গে নেইমারকে তুলনা করেন। তবে নেইমারের দেশের মিড ফিল্ডার পওলিনহো সাফ জানিয়ে দিলেন, মেসির জায়গায় নেইমারকে পৌঁছাতে আরো তিন-চার বছর পরিশ্রম করতে হবে।। নেইমারের পিএসজিতে যোগ দেয়ার পরই বার্সায় যোগ দেন পওলিনহো। বর্তমানে দুইজনই নিজ অবস্থানে বেশ ছন্দে রয়েছেন। মজার ব্যাপার হলো, ব্রাজিল দলে নেইমারের সতীর্থ পওলিনহো। আবার বার্সেলোনায় তিনি মেসির সতীর্থ। মোদ্দাকথা ফুটবলের দুই মহারথীর খেলা কাছ থেকে দেখেছেন পওলিনহো। দুজনই দুর্দান্ত খেলছেন এই মৌসুমে। বার্সার হয়ে মেসি ১৩ ম্যাচে করেছেন ১৫ গোল। পিএসজিতে নেইমার ৯ গোল করেছেন ১০ ম্যাচে। দুজনের পারফরম্যান্স লিগে শীর্ষস্থান নিশ্চিত করেছে তাদের দলের। তবু ব্রাজিল মিডফিল্ডার পওলিনহো বলেছেন, অনেক দিক থেকেই তারা দুজন ভিন্ন ফুটবলার। তারা দুজনেই দুর্দান্ত এবং এখন আমারই মেসিকে সাহায্য করতে হবে বিশ্বসেরা হতে। তবে নতুন সতীর্থকে পেয়ে তিনি নেইমারকে ভুলে যাননি, নেইমারও দুর্দান্ত এবং আমার ওকেও সাহায্য করতে হবে ওর লক্ষ্য অর্জনের জন্য। দুজনের মূল পার্থক্য এই মিডফিল্ডার বুঝিয়ে দিলেন এভাবে, এই মুহূর্তে মেসিই সেরা। তবে তিন-চার বছর পর নেইমার এই জায়গাটিতে পৌঁছাবে। তথ্যসূত্র: গো নিউজ ২৪ আরএস/১০:৩০/২০ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2x9UqQV
October 20, 2017 at 09:03PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন