সৌদি আরবে আগুনে পুড়ে মৃত ১০ শ্রমিক

রিয়াধ, ১৫ অক্টোবরঃ সৌদি আরবে কাঠের সামগ্রী তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় কমপক্ষে ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, শনিবার রাতে কারখানা থেকে আগুন বের হতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন শ্রমিক। তাদের চিকিত্‍সার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স এক টুইটে জানিয়েছে, গতকাল রাতে রিয়াধের বদর জেলায় একটি কাঠের সামগ্রী তৈরির কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছে সরকার। তবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wXVvLT

October 15, 2017 at 06:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top