আর্জেন্টিনা জার্মানির কাছে হেরে বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। তখনি ম্যারাডোনার বিদায় ঘণ্টা বাজে। তবে কোচ থাকা অবস্থায় মেসির যেমন প্রশংসা করেছে ঠিক তেমনি বিদায়ের নানা বিতর্কিত মন্তব্যও করেছে। এরপর থেকেই ভালো যাচ্ছিল না দুজনের সম্পর্ক। বিভিন্ন অনুষ্ঠানে চোখাচোখি বা সামান্য সৌজন্য বিনিময় হয়েছে। কিন্তু কথা হয়নি। অবশেষে লন্ডনে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ হল এই দুই তারকার। সাথে কথাও হয়েছে। ম্যারাডোনা পরেই আর্জেন্টিনার ইতিহাসে সেরা ফুটবলার ধরা হয় মেসিকে। দুই প্রজন্মের দুই তারকা ২০১০ বিশ্বকাপে জুটিও বেঁধে ছিলেন একই দলে। কোচ ছিলো ম্যারাডোনা আর শিষ্য ছিলো মেসি। ম্যারাডোনার কারণেই আর্জেন্টিনা ১৯৮৬ সালে শেষ বিশ্বকাপ জয় করে। ২০১৪ বিশ্বকাপে মেসি দুই যুগের আক্ষেপ ঘোচানোর দ্বারপ্রান্তে এসেও ব্যর্থ হন। ফাইনালে হারে জার্মানির কাছে। সূত্রঃ বিডি২৪লাইভ.কম আর/১৭:১৪/২৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yH0l45
October 24, 2017 at 11:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top