পেটে সন্তান রেখেই অপারেশন সমাপ্ত! হাসপাতাল সিলগালা

নিজস্ব প্রতিবেদক ● বুধবার গৌরীপুর লাইফ হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সরকারী অনুমোদন না থাকায় হাসপাতালটি সিলগালা করে দিয়েছে মোবাইল কোর্ট। দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরবিন্দ বিশ্বাস, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডাঃ মোঃ শাহীণূর আলম সুমন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে হাসপাতালটি সিলগালা করা হয়।

উল্লেখ্য উক্ত হাসপাতালে ডাঃ শেখ হোসনে আরা পেটে সন্তান রেখেই সিজারীয়ান অপারেশন সমাপ্ত করেন। এ খবরটি বুধবার জাতীয় সংবাদ মাধ্যম ও টেলিভিশনে গুরুত্ব সহকারে প্রকাশ হলে প্রশাসন এ ব্যবস্থা গ্রহণ করেন। অভিযুক্ত ডাঃ শেখ হোসনে আরাকে প্রাথমিক ভাবে শোকজ করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যদের তদন্ত কমিটি। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

রোগীর স্বজনদের সূত্র জানায়, গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের প্রবাসী আউয়াল হোসেনের স্ত্রী খাদিজা আক্তারকে (১৮) গৌরীপুর লাইফ হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন করেন দাউদকান্দির মালিগাঁও ২০ শয্যা হাসপাতালের সহকারী সার্জন ডাঃ শেখ হোসনে আরা। এনেসথেসিয়া প্রয়োগ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মঞ্জুরুল আলম। রোগী খাদিজা আক্তারের মাতৃগর্ভে ২টি সন্তান থাকলেও অপারেশন করে একটি সন্তান বের করে অপরটি টিউমার বলে অপারেশন সমাপ্ত করেন ডাঃ শেখ হোসনে আরা। পরবর্তীতে দীর্ঘ এক মাস যাবত সন্তান পেটে রেখেই টিউমারের চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে ছুটাছুটি করেন খাদিজা আক্তার।

৫-৬ দিন পূর্বে ওই রোগী হোমনা স্থানীয় একটি ক্লিনিকে আলট্রাসনোগ্রামের মাধ্যমে জানতে পারে তার পেটে টিউমার নয় আকেটি সন্তান রয়েছে।

রোগীর পরিবার এবিষয়ে তাৎক্ষণিক হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাঃ শেখ হোসনে আরাকে জানালে তারা রোগীর সাথে সমঝোতা করে বিষয়টি ধামাচাপা দিতে চায়। রোগীর মা আমেনা বেগম জানান, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ ও সাংবাদিকগণ বিষয়টি জানার পর লাইফ হাসপাতাল ও ডাঃ শেখ হোসনে আরা দফায় দফায় রোগীর পরিবারের সাথে যোগাযোগ করেন। পরবর্তী চিকিৎসা বাবদ যত অর্থের প্রয়োজন হয় তা বহন করবেন বলেও জানায় তারা।

তিনি বলেন, লাইফ হসপিটালের আকবর মোল্লা নামের এক ব্যক্তি তার মেয়ে খাদিজা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সাথে রয়েছেন খাদিজার ১ মাস ৫ দিনের মেয়ে আদিবা ইসলাম আলফান। খাদিজার জন্য ১২ ব্যাগ রক্ত প্রয়োজন। খাদিজার গর্ভের সন্তাটি মারা গেছে, বুধবার তার আবার অপারেশন হবে।

এ ব্যাপারে ডাঃ শেখ হোসনে আরা বলেন, আলট্রাসনোগ্রামে বলা হয় খাদিজার পেটে দুইটি সন্তান আছে। কিন্তু সেখানে বলা হয়নি একটি জরায়ুতে অপরটি বাইরে রয়েছে। অপারেশন করতে গিয়ে একটি বেবী পেয়েছি। বাইরেও টিউমারের মতো দেখেছি। রক্তক্ষরণের আশংকায় সেখানে হাত দেয়নি। তবে তাকে ঢাকা মেডিকেলে গিয়ে চিকিৎসা নিতে বলেছি। রোগী অবহেলা করে আর চিকিৎসা নেয়নি। পরে আলট্রাসনোগ্রামে বলা হয়েছে তার পেটে আরেকটি বেবী রয়েছে। তবে আমিও আলট্রাসনোগ্রাম দেখেছি। মাথা নেই,পায়ের মতো মনে হচ্ছে। ঢাকায়ও তারা দেখেছেন। তারা এখনও নিশ্চিত নন বেবী না টিউমার।

The post পেটে সন্তান রেখেই অপারেশন সমাপ্ত! হাসপাতাল সিলগালা appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2h7TVRF

October 25, 2017 at 05:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top