ভুলে সৌদি থেকে কুমিল্লার যুবকের লাশ পাকিস্তানে

কুমিল্লার বার্তা ডেস্ক ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত এক কুমিল্লার যুবকের লাশ পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার পর ভুল ধরা পড়ায় ফেরত আনা হয়েছে। নামের মিলের কারণে কর্তৃপক্ষের এই ভুলের খবর এসেছে সৌদি আরবের জনপ্রিয় সংবাদ মাধ্যম সৌদি গেজেটে। নিহত ওই ব্যক্তি বাংলাদেশের কুমিল্লার বরুড়ার বাসিন্দা নিজামুল্লাহ বলে জানালেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি দাম্মামে বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর ফয়সল আহমেদ।

সৌদি গেজেটের সংবাদে উল্লেখ করা হয়, গত সপ্তাহে দাম্মামে সড়ক দুর্ঘটনায় নিহত হন ওই ব্যক্তি। তখন হাসপাতাল মর্গে তাকে পাকিস্তানি নিজামুল্লাহ বলে শনাক্ত করা হয়। পাকিস্তানের পেশওয়ারের নিজামুল্লাহ সৌদি আরবের দাম্মামে গাড়িচালকের কাজ করতেন।

শনাক্তের পর পাকিস্তানে পাঠানো হয় নিজামুল্লাহর লাশটি। পেশওয়ারের বাছা খান আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ গ্রহণ করতে উপস্থিত ছিলেন নিজামুল্লাহর স্বজনরা।

সৌদি গেজেট জানায়, কফিন খোলার পর স্বজনরা দেখে বলেন, এই লাশ তাদের নিজামুল্লাহর নয়। পাকিস্তানি নিজামুল্লাহর পরিবার ওই লাশ নিতে অস্বীকৃতি জানালে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তা ফেরত পাঠানো হয় সৌদি আরবে।

এরপর লাশটি বাংলাদেশের নিজামুল্লার বলে নিশ্চিত হওয়া যায় বলে সৌদি সংবাদপত্রটি জানায়।

খবরটি দেখে দাম্মামে বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর ফয়সল আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিজামুল্লাহর বাংলাদেশি এবং তার বাড়ি কুমিল্লার বরুড়ায়।

এ বিষয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারওয়ার আলম বলেন, “বিষয়টি আমরা জেনেছি। শিগগিরই ওই মৃতদেহটি বাংলাদেশি কারও কি না, তা যাচাই করতে যাব।”

এদিকে পাকিস্তান দূতাবাসও তাদের আসল নিজামুল্লাহর লাশ শনাক্ত করে দেশে পাঠানোর কাজ করছে বলে দেশটির দূতাবাসের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সৌদি গেজেট।

The post ভুলে সৌদি থেকে কুমিল্লার যুবকের লাশ পাকিস্তানে appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xeaUXE

October 03, 2017 at 11:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top