বাবা-মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী ছাত্রী

রায়গঞ্জ, ১০ অক্টোবরঃ মা-বাবার বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী হল ছাত্রী। ঘটনাস্থল, করণদিঘী থানার পারগাঁও গ্ৰাম। পুলিশ সূত্রে খবর, মৃতা সাবুরা খাতুন (১৫) করণদিঘি হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল। মঙ্গলবার সন্ধ্যায় পড়তে না বসার কারণে বাবা-মায়ের কাছে বকুনি খায় সাবুরা। এপরই অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী হয় সে। সঙ্গে সঙ্গে তাকে করণদিঘি গ্ৰামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে রেফার করে। রায়গঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতার মা সখেনা বেগম বলেন, সকাল থেকে পড়তে না বাসার কারণে সাবুরার বাবা-মা দুজনে মিলে বকাঝকা করেন সাবুরাকে। তবে সাবুরার এমন পদক্ষেপে হতবাক সকলেই। পুলিশ সুপার শ্যাম সিং বলেন, এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা শোনা গিয়েছে। করণদিঘি থানার আইসিকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ye8r3e

October 10, 2017 at 10:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top